১০ বছর পর লন্ডনের কনসার্টে জেমস
'নগর বাউল' খ্যাত ব্যান্ডতারকা জেমস ১০ বছর পর লন্ডনের কয়েকটি কনসার্টে অংশ নিচ্ছেন। ইতোমধ্যে সেখানে পোঁচ্ছেছেন তিনি।
আগামী ৭ ডিসেম্বর লন্ডনের একটি অনুষ্ঠানে গাইবেন এই তারকা কণ্ঠশিল্পী। আরেকটি কনসার্টে ১০ ডিসেম্বর বার্মিংহামে অংশ নেবেন। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রবিন ঠাকুর।
তিনি বলেন, 'জেমস ভাই সর্বশেষ ১০ বছর আগে লন্ডনে কনসার্টে অংশ নিয়েছিলেন। আয়োজকদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, এই কনসার্ট ঘিরে লন্ডনের প্রবাসী বাঙালিদের মধ্যে এক ধরনের উন্মাদনা শুরু হয়েছে। আশা করছি ধামাকা আয়োজন হবে।'
'চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন জেমস। কথা ছিল ১০ রাজ্যে ১০টি শো করবেন তিনি। কিন্তু তাকে অংশ নিতে হয়েছিল ২৫টি শো'তে। প্রতিটি শো ছিল দর্শকে মুখরিত,' বলেন তিনি।
শো'য়ের পাশাপাশি গত ঈদুল ফিতরে জেমসের নতুন গান 'সবই ভুল' প্রকাশিত হয়েছিল। গানটির কথা যৌথভাবে লিখেছেন জেমস ও বিশু শিকদার।
Comments