মাদক বহনের অভিযোগে আমস্টারডাম বিমানবন্দরে আটক নিকি মিনাজ, কনসার্ট বাতিল

মাদক বহনের অভিযোগে আমস্টারডাম বিমানবন্দরে আটক হয়েছেন পপ তারকা নিকি মিনাজ। কয়েক ঘণ্টা থানার সেলে আটক থাকায় শেষ মুহূর্তে তার ম্যানচেস্টারের কনসার্ট বাতিল করা হয়েছে।
গার্ডিয়ান জানায়, মাদক বহনের সন্দেহে শিফোল বিমানবন্দরে কয়েক ঘণ্টা আটকে রাখা হয়েছিল মার্কিন র্যাপার নিকি মিনাজকে। পরে জরিমানা দিয়ে সেখান থেকে বের হন তিনি।
এদিকে মিনাজ আটক থাকায় কো-অপ লাইভে তার কনসার্টটি রাত সাড়ে ৯টায় বাতিল ঘোষণা করা হয়। প্রায় ২০ হাজার লোক আড়াই ঘণ্টা ধরে ভেন্যুতে অপেক্ষার পর এ বাতিলের ঘোষণা আসে। পূর্বঘোষণা ছাড়া কনসার্ট বাতিল করায় বিরক্তি ও ক্ষোভ জানান তারা। নিকি মিনাজ ভক্তদের সঙ্গে অন্যায় করেছেন এমন মন্তব্যও করেন অনেকে।
কনসার্ট দেখতে নিউক্যাসল থেকে এসেছিলেন অলিভিয়া গিবসন (২১)। তিনি গার্ডিয়ানকে বলেন, 'আমি আতঙ্কিত। এটি আয়োজকদের দোষ নয়। নিকি মিনাজ তার সব ভক্তদের হতাশ করেছেন।'
এদিকে এ ঘটনায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন ৪১ বছর বয়সী পপ তারকা নিকি মিনাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, পাঁচ থেকে ছয় ঘণ্টা তাকে আটকে রাখা হয়েছিল। অবশেষে মধ্যরাতে তিনি ম্যানচেস্টারে তার হোটেলে পৌঁছাতে পারেন।
তিনি লেখেন, 'আজ রাতে আমাকে মঞ্চে উঠতে না দেওয়ার জন্য তারা যে পরিকল্পনা করেছিল সেটি সফল হয়েছে।'
তবে তিনি কাকে দায়ী করে এই পোস্ট দিয়েছেন তা স্পষ্ট নয়।
গত এপ্রিল থেকে কো-অপ লাইভ কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়। শুরু থেকেই কনসার্টটি কয়েকটি সমস্যার মুখে পড়েছিল।
আয়োজকরা বলছেন, খুব শিগগিরই তারা কনসার্টের নতুন তারিখ ঘোষণা করবেন। যারা ইতোমধ্যে টিকেট কেটেছেন তাদের নতুন করে টিকেট কেনার প্রয়োজন নেই।
বৃহস্পতিবার ম্যানচেস্টারে ফেরার আগে রোববার রাতে বার্মিংহামে পারফর্ম করবেন নিকি মিনাজ।
Comments