আনন্দ সিনেমা হলে দর্শক পাচ্ছে না ‘পাঠান’

‘পাঠান সিনেমার দর্শকও কম। আরও বেশি দর্শক আশা করেছিলাম।’

শাহরুখ খান অভিনীত আলোচিত হিন্দি চলচ্চিত্র 'পাঠান' চলছে রাজধানীর প্রাণকেন্দ্র ফার্মগেটের 'আনন্দ' সিনেমা হলে। প্রতিদিন ৪টি শো প্রদর্শিত হচ্ছে হলটিতে। কিন্তু এই হলে দর্শক পাচ্ছে না 'পাঠান'।

আজ বুধবার সরেজমিনে আনন্দ হলে দেখা যায়, প্রচুর সিট খালি রয়েছে। বলতে গেলে, দর্শকই নেই। হলের ডিসিতে আসন সংখ্যা ৫৪০টি, কিন্তু দুপুর সাড়ে ১২টার শোতে মাত্র ১৫ জন দর্শক সেখানে পাঠান দেখেছেন। এ ছাড়া, সাধারণ ৫৭০টি আসনের মধ্যে দর্শক ছিল ২০ থেকে ২৫ জন।

আনন্দ সিনেমা হলে দীর্ঘ দিন ধরে চাকরি করছেন মনছুর। হলের নিচতলার প্রবেশ মুখে বিষন্ন মনে তিনি অপেক্ষায় ছিলেন দর্শকের। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'খুব ছোটবেলা থেকে আনন্দ হলে চাকরি করছি। সিনেমার সেই জৌলুস আর নেই।'

মনছুর আরও বলেন, 'পাঠান সিনেমার দর্শকও কম। আরও বেশি দর্শক আশা করেছিলাম।'

দুপুরের শো দেখতে এসেছিলেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থী মেহেদী ও আশরাফ। ডেইলি স্টারকে তারা জানান, অনেক আলোচনা হচ্ছে বলেই পাঠান দেখতে এসেছেন। তবে, এত কম সংখ্যক দর্শক দেখে তারাও হতাশ।

হলেও একজন নিরাপওাকর্মী বলেন, 'মুক্তির পর থেকেই অল্প দর্শক নিয়ে পাঠান চলছে। হিন্দি সিনেমা এনেও লাভ হলো না।'

প্রতিদিন দুপুর সাড়ে ১২টা, ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় পাঠান সিনেমা দেখানো হচ্ছে আনন্দ সিনেমা হলে।

Comments

The Daily Star  | English

No cheer from export and remittance

The strain on dollar stockpile intensified last month after remittance inflows crashed to a 41-month low and export receipts missed target.

4h ago