এ বছর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা

এ বছর জাতীয় পুরস্কারে সেরা অভিনেতা আল্লু অর্জুন এবং সেরা অভিনেত্রী আলিয়া ভাট ও কৃতি স্যানন। ছবি: সংগৃহীত

ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এ বছর জাতীয় পুরস্কারে সেরা অভিনেতার সম্মাননায় ভূষিত হয়েছেন আল্লু অর্জুন এবং সেরা অভিনেত্রীর পুরস্কার যৌথভাবে পেয়েছেন আলিয়া ভাট ও কৃতি স্যানন।

সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে 'আরআরআর'।

ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ারের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে ঘোষিত ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের মধ্যে রয়েছে:

সেরা সিনেমা: রকেট্রি দ্য নাম্বি এফেক্ট (আর মাধবন)

সেরা পরিচালক: নিখিল মহাজন (গুদাভারি)

সেরা অভিনেতা: আল্লু অর্জুন (পুষ্পা)

সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি) ও কৃতি শ্যানন (মিমি)

সেরা হিন্দি সিনেমা: সর্দার উধম (সুজিত সরকার)

সেরা বাংলা সিনেমা: কালকক্ষ (শর্মিষ্ঠা মাইতি-রাজদীপ পাল)

সেরা সহঅভিনেত্রী: পল্লবী যোশী (দ্য কাশ্মীর ফাইলস)

সেরা সহঅভিনতা: পঙ্কজ ত্রিপাঠি (মিমি)

সেরা গায়িকা: শ্রেয়া ঘোষাল (মায়াভা ছায়াভা, ইরাভিন নিজাল)

সেরা গায়ক: কাল ভৈরব (কোমুরাম ভীমুডু, আরআরআর)

সেরা সংগীত পরিচালক: দেবী শ্রী প্রসাদ (পুষ্পা)

সেরা পপুলার ফিল্ম: আরআরআর (এসএস রাজামৌলি)

জাতীয় সংহতি রক্ষায় সেরা সিনেমা: দ্য কাশ্মীর ফাইলস (বিবেক অগ্নিহোত্রী)

সেরা এডিটর: সঞ্জয় লীলা বনশালি (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)

Comments

The Daily Star  | English
Strategies we can employ in tariff talks with the US

Strategies we can employ in tariff talks with the US

We must realise that the US has started the tariff war with a political agenda.

5h ago