শাহরুখের ‘জাওয়ান’ বাংলাদেশে মুক্তি পাবে ৭ সেপ্টেম্বর

আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘জাওয়ান’।

বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত 'জাওয়ান' সিনেমাটি। সারা বিশ্বের সঙ্গে একইদিনে সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে।

আমদানির ভিত্তিতে সিনেমাটি মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে।

সিনেমাটি বাংলাদেশে আমদানি করছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।

শাহ আলম কিরণ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটা সত্য। মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। এখন আমরা সারা বিশ্বের সঙ্গে একই তারিখে "জাওয়ান" মুক্তির বিষয়ে কথা বলছি।'

আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে 'জাওয়ান'। সিনেমায় শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার নয়নতারাকে। আরও আছেন দীপিকা পাড়ুকোন।

এ ছাড়া, সিনেমাটিতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, যোগি বাবু প্রমুখ।

অ্যাটলি কুমারের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

Comments

The Daily Star  | English

77.78% students pass HSC, equivalent exams

A total of 77.78 percent students passed this year’s Higher secondary Certificate (HSC) and equivalent examinations

52m ago