‘হানিমুনে আসিনি’

সাধারণত বলিউড তারকারা বিয়ের পর কোথায় হানিমুনে যাচ্ছেন এ নিয়ে ভক্তদের মাঝে তুমুল আগ্রহ কাজ করে। ব্যতিক্রম ঘটেনি পরিণীতি চোপড়ার ক্ষেত্রেও।

বিয়ের পর মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। সবাই ধরেই নিয়েছিলেন, স্বামী রাঘব চাড্ডার সঙ্গে সেখানে হানিমুনে গেছেন তিনি।

তবে পরিণীতি জানান, হানিমুন নয়। তিনি 'গার্লসট্রিপে' আছেন।  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @parineetichopra

ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতে পরিণীতি লেখেন, 'হানিমুনে আসিনি। ছবি তুলেছেন আমার ননদ।' পাশে হ্যাশট্যাগে "গার্লসট্রিপ" লেখেন তিনি।

গত মাসে আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডাকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে মালাবদল করেন তারা।

ছবি: সংগৃহীত

মালদ্বীপে যাত্রা করার আগে, পরিণীতি চোপড়া ল্যাকমে ফ্যাশন উইকে নজর কেড়েছেন।

উল্লেখ্য, ২০১১ সালে ২৪ বছর বয়সে 'লেডিস ভার্সেস রিকি বাহল' এর মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন পরিণীতি। 'ইশাকজাদে', 'হাসি তো ফাসি', 'গোলমাল ৩' সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। অন্যদিকে, ২০২২ সালে মাত্র ৩৩ বছর বয়সে ভারতের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে রাজ্যসভায় নির্বাচিত হন রাঘব চাড্ডা। এর আগে তিনি দিল্লির রাজেন্দ্র নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন।

লন্ডন স্কুল অব ইকোনমিকসে একসঙ্গে পড়াশোনা করেছেন পরিণীতি ও রাঘব।

Comments

The Daily Star  | English

Over 100 injured in overnight clashes between CU students, locals

Following the clash, the university authorities have postponed all departmental examinations scheduled for today.

1h ago