ইনস্টাগ্রামের এক পোস্ট থেকে কোহলির আয় ১৪ কোটি, বলিউড তারকাদের কত

বলিউড তারকারা শুধু তাদের মূলধারার পেশা নয় বরং তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিশাল অঙ্কের অর্থ উপার্জন করে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে বিশেষ করে তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় 'ইন্সটাগ্রাম'।

ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি ভক্তদের সঙ্গে ভাগাভাগির পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের স্পন্সরড পোস্টের মাধ্যমে তারা আয় করছেন কয়েক লাখ টাকা।

সূত্রানুযায়ী, ব্র্যান্ড প্রমোশনে ইন্সটাগ্রাম পোস্টের তুলনায় ইন্সটাগ্রাম স্টোরিতে তুলনামূলক কম অর্থ নেন তারকারা। কারণ স্টোরি শুধু ২৪ ঘণ্টার জন্য থাকে। অপরদিকে ব্র্যান্ডের লিংকসহ পোস্ট দিলে সেটি প্রোফাইলে চিরকালের জন্য রয়ে যায় বলা চলে।

চলুন দেখে নেওয়া যাক ইনস্টাগ্রামের একেকটি পোস্টের জন্য বলিউডের তারকাদের কে, কত টাকা নেন।

বিরাট কোহলি

বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের সবচেয়ে তুখোড় খেলোয়াড় বিরাট কোহলির ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা অনেক বলিউড অভিনেতা-অভিনেত্রীদের থেকেও বেশি। কোহলির ইন্সটাগ্রামের ফলোয়ার বর্তমানে ২৬২ মিলিয়ন। জনপ্রিয়তার শীর্ষে থাকা কোহলি ইনস্টাগ্রামে ব্রান্ডেড পোস্টের জন্য বিপুল অংকের অর্থ নেন। 'হপার্স এইচকিউ' নামের একটি জরিপকারী প্রতিষ্ঠানের ২০২৩ এর জরিপ অনুযায়ী, কোহলি প্রতি স্পন্সারড পোস্টের জন্য ১৩ লাখ ৮৪ হাজার ডলার নেন, যা ভারতীয় রুপিতে প্রায় ১৪ কোটি। ভারতীয় তারকাদের মধ্যে কোহলিই স্পন্সারড পোস্ট দিয়ে সবচেয়ে বেশি আয় করেন।

প্রিয়াংকা চোপড়া জোনাস

প্রিয়াংকা চোপড়া। ছবি: সংগৃহীত

বলিউড ও হলিউড অভিনেত্রী ও প্রযোজক প্রিয়াংকা চোপড়া জোনাসের বর্তমান ইন্সটাগ্রাম ফলোয়ার সংখ্যা ৮৯.৭ মিলিয়ন। হপার্স এইচকিউয়ের ২০২৩ সালের জরিপ অনুযায়ী, প্রতি পোস্টে প্রিয়াংকা চোপড়া ৫ লাখ ৩২ হাজার ডলার বা ৫ কোটি ভারতীয় রুপি আয় করেন।

আলিয়া ভাট

আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

৩০ বছর বয়সী আলিয়া ভাট ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। সম্প্রতি বিশ্বের উল্লেখযোগ্য বিলাসবহুল ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম 'গুচি' এর প্রথম ভারতীয় গ্লোবাল এম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন তিনি। বর্তমান ইন্সটাগ্রাম অনুসারীর সংখ্যা ৮০.৩ মিলিয়ন । প্রতি পোস্টের জন্য আলিয়া ২ কোটির বেশি ভারতীয় রুপি চার্জ করেন।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা ক্যাটরিনা কাইফ এর বর্তমান ইন্সটাগ্রাম ফলোয়ারের সংখ্যা ৭৭.৪ মিলিয়ন। সম্প্রতি তিনি আরব আমিরাতের এয়ারলাইন্স 'এতিহাদ এয়ারওয়েস' এর অ্যাম্বাসেডর হিসেবে যোগদান করেছেন। প্রতি পোস্টের জন্য ক্যাটরিনা ১ থেকে দেড় কোটি ভারতীয় রুপি নিয়ে থাকেন।

শাহরুখ খান

শাহরুখ খান। ছবি: সংগৃহীত

৫৮ বছর বয়সী, বলিউড বাদশাহ শাহরুখ খানের বর্তমান ইন্সটাগ্রাম ফলোয়ারের সংখ্যা ৪৩.১ মিলিয়ন। প্রতি ব্র্যান্ডেড পোস্ট থেকে তিনি ৮০ লাখ থেকে ১ কোটি রুপি চার্জ করে থাকেন। অভিনয় জগতের পাশাপাশি শাহরুখের সামাজিক যোগাযোগ মাধ্যমেও জনপ্রিয়তার প্রভাব অনেক। শাহরুখ মূলত ছেলে আরিয়ান খানের নিজস্ব ব্র্যান্ড 'ডি-ইয়াভল এক্স' এর প্রচারণা করে থাকেন।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাডুকোন। ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তিনিই বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। সিনেমার পাশাপাশি তাকে প্রায় সময়ই বিভিন্ন বিলাসবহুল ব্র্যান্ডের হয়ে কাজ করেন তিনি। ইন্সটাগ্রামে তার ৭৬.৬ মিলিয়ন ফলোয়ার রয়েছে। জানা যায়, প্রতি পোস্ট প্রতি চার্জ করেন দেড় থেকে ২ কোটির মতো রুপি।

কারিনা কাপুর খান

কারিনা কাপুর খান। ছবি: সংগৃহীত

২০২০ সালে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ইন্সটাগ্রামে প্রোফাইল খোলেন। জনপ্রিয় এই অভিনেত্রীর বর্তমান ইন্সটাগ্রাম ফলোয়ারের সংখ্যা ১১ মিলিয়ন। তিনি তার স্পন্সারড পোস্টের জন্য প্রায় ২ কোটি চার্জ করে থাকেন।

রনবীর সিং

রনবীর সিং। ছবি: সংগৃহীত

ভারতীয় অভিনেতা রনবীর সিং প্রায়ই তার ফ্যাশনের জন্য সমালোচনার মুখোমুখি থাকেন। বিভিন্ন বিলাসবহুল ব্র্যান্ডের তাই রনবীরকে বিশেষ পছন্দ। বর্তমানে তার ইন্সটাগ্রামের ফলোয়ারের সংখ্যা ৪৫.৫ মিলিয়ন এবং প্রতি পোস্টের জন্য তিনি ৩ থেকে ৪ কোটির মতো রুপি চার্জ করে থাকেন।

সালমান খান

সালমান খান। ছবি: সংগৃহীত

বলিউডের ভাইজান সালমান খান সামাজিক যোগাযোগ মাধ্যমেও রাজত্ব করে চলেছে। বর্তমানে তার ইন্সটাগ্রামের ফলোয়ারের সংখ্যা ৬৬.৭ মিলিয়ন এবং জিকিউ ইন্ডিয়া এর এক রিপোর্ট অনুসারে, পোস্ট প্রতি প্রায় ৮০ লাখ থেকে ১ কোটি রুপি চার্জ করেন সালমান খান।

সারা আলী খান

সারা আলী খান। ছবি: সংগৃহীত

সাবেক যুগল সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলী খান নতুন প্রজন্মের অভিনেত্রী। বর্তমানে তার ইন্সটাগ্রামের ফলোয়ারের সংখ্যা ৪৩.৩ মিলিয়ন। বিজ্ঞাপনী পোস্ট ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা হাস্যরসাত্মক পোস্ট করেন। জানা যায়, স্পন্সারড পোস্ট তিনি প্রতি ৩৫ থেকে ৪০ লাখের মতো চার্জ করে থাকেন।

জাহ্নভি কাপুর      

জানভী কাপুর। ছবি: সংগৃহীত

শ্রীদেবি কন্যা জাহ্নভি কাপুর বর্তমান প্রজন্মের মাঝে অন্যতম জনপ্রিয় মুখ। তার বর্তমান ইন্সটাগ্রাম ফলোয়ার ২২.৩ মিলিয়ন। পোস্টপ্রতি ৮০ থেকে ৯০ লাখ রুপি চার্জ করেন তিনি। সম্প্রতি ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী জিনাত আনামের সাথে এক বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাকে।

রাশমিকা মান্দানা

রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

রাশমিকা মান্দানা সাউথ সিনেমা থেকে বলিউডে সম্প্রতিকালে অভিনয়ের যাত্রা শুরু করেছেন এবং ব্যপক জনপ্রিয়তাও পেয়েছেন। বর্তমানে তার ইন্সটাগ্রামের ফলোয়ারের সংখ্যা ৩৯.২ মিলিয়ন এবং পোস্ট প্রতি ২০ থেকে ২৫ লাখ রুপি চার্জ করে থাকেন।

সোনাম কাপুর আহুজা

সোনম কাপুর। ছবি: সংগৃহীত

ফ্যশন আইকন নামে খ্যাত অভিনেত্রী সোনাম কাপুরের বর্তমান ইন্সটাগ্রাম ফলোয়ারের সংখ্যা ৩৫.৪ মিলিয়ন এবং পোস্ট প্রতি ১০ থেকে ১২ লাখের মতো চার্জ করে থাকেন।

তথ্যসূত্র: স্কুপহুপ, হপার এইচ কিউ, বিজনেস টুডে, জিকিউ ইন্ডিয়া, ম্যানসওয়ার্ল্ড।

গ্রন্থণা: আঞ্জুম ইসলাম প্রমী

Comments

The Daily Star  | English

IMF loan tranches: Agreement with IMF at last

The government has reached a staff-level agreement with the International Monetary Fund for the fourth and fifth tranche of the $4.7 billion loan programme, putting to bed months of uncertainty over their disbursement.

11h ago