‘এ কারণেই তিনি বাদশাহ’

বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোসলের প্রতি শাহরুখ খানের আন্তরিক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, ভক্তদের প্রশংসা ও ভালোবাসায় ভাসছেন কিং খান।

রোববার ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ দেখতে গিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান, সাথে ছিলেন স্ত্রী গৌরী খান ও দুই সন্তান। ভিআইপি বক্সে তার পাশে বসেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আশা ভোসলে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আশা ভোসলের হাত থেকে একটি খালি কাপ সরিয়ে নিচ্ছেন শাহরুখ। আশা তাকে বলছিলেন অন্য কেউ কাপটি নিয়ে ফেলে দিবে, তাকে ফেলতে হবে না। তবু শাহরুখ খান নিজে কাপটি নিয়ে ফেলতে যাচ্ছিলেন। পরে মাঠের একজন কর্মী কাপ হাতে শাহরুখকে হাঁটতে দেখে এসে কাপটি নিয়ে যায়।

শাহরুখের এই আন্তরিক আচরণ ভক্তদের মন জয় করে নিয়েছে। শিল্পপতি হর্ষ গোয়েংকা এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফরমে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'ভারত বনাম অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচে আমার দেখা একমাত্র হৃদয়স্পর্শী মুহুর্ত।' ভক্তদের একজন লিখেছেন, 'এ কারণেই তিনি বাদশাহ'। আরেকজন শাহরুখের প্রশংসা করে লিখেছেন, 'সত্যিকারের নায়ক। বিপুল সাধুবাদ ও সম্মান তার প্রাপ্য। তিনিই বলিউডের সত্যিকারের কিং।'

 

কমেন্ট সেকশনে অসংখ্য ভক্ত হার্ট ইমোজি পোস্ট করেছেন।

শাহরুখ খান ছাড়াও দীপিকা পাডুকোন, রনবীর সিং, আনুশকা শর্মা, আয়ুষ্মান খুরানাসহ বলিউডের নামীদামী তারকারা বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল দেখতে গিয়েছিলেন। তবে তাদের ফিরতে হয়েছে হতাশ হয়ে। ভারতকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি

গ্রন্থনা: জোহানা আফরিন

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

3h ago