অ্যানিমেল সিনেমার সাফল্যে নতুন উচ্চতায় রণবীর

রণবীর কাপুর অভিনীত 'অ্যানিমেল' ৫৫৪ কোটি রুপি আয় করেছে। এর আগে তার সুপার-ডুপার হিট হওয়া 'সাঞ্জু' সিনেমাটি ভারতে ৩৪১ কোটি ২২ লাখ রুপি আয় করেছিল।
সর্বশেষ মুক্তিপ্রাপ্ত 'অ্যানিমেল' সিনেমার সাফল্যের পর নতুন উচ্চতায় পৌঁছান রণবীর কাপুর। ছবি: সংগৃহীত
সর্বশেষ মুক্তিপ্রাপ্ত 'অ্যানিমেল' সিনেমার সাফল্যের পর নতুন উচ্চতায় পৌঁছান রণবীর কাপুর। ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার রণবীর কাপুর ভারতীয় বক্স অফিসে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। আকর্ষণীয় স্ক্রিপ্ট বেছে সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে একজন অভিনেতা থেকে সুপারস্টারে পরিণত করেছেন।

তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত 'অ্যানিমেল' সিনেমার সাফল্যের পর তিনি নতুন উচ্চতায় পৌঁছান।

রণবীর কাপুর অভিনীত সর্বশেষ ১০টি সিনেমা বলিউডের প্রথম সারির অভিনেতা হিসেবে তাকে প্রতিষ্ঠা দিয়েছে।  

ভারতের গণমাধ্যম কোইমোই থেকে এই তথ্য জানা গেছে।

ব্রক্ষাস্ত্র পার্ট ওয়ান (শিভার) একটি দৃশ্যে রণবীর কাপুর। ছবি: সংগৃহীত
ব্রক্ষাস্ত্র পার্ট ওয়ান (শিভার) একটি দৃশ্যে রণবীর কাপুর। ছবি: সংগৃহীত

রণবীর কাপুর অভিনীত 'অ্যানিমেল' ৫৫৪ কোটি রুপি আয় করেছে। এর আগে তার সুপার-ডুপার হিট হওয়া 'সাঞ্জু' সিনেমাটি ভারতে ৩৪১ কোটি ২২ লাখ রুপি আয় করেছিল।

রণবীর কাপুর অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত ১০ সিনেমার মধ্যে শুধু তিনটি সিনেমা হতাশাজনক ফলাফল দিয়েছে। সেই তিন সিনেমার নাম শামশেরা, জগগা জাসুস ও বোম্বে ভেলভেট।

রণবীর কাপুর অভিনীত শেষ ১০ টি সিনেমার বক্স অফিস ফলাফল নিচে দেয়া হল। অর্থের পরিমাণ ভারতীয় মুদ্রায় (রুপি) দেওয়া।

সাঞ্জু সিনেমায় বলিউডের কালজয়ী অভিনেতা সঞ্জয় দত্তের নাম-ভূমিকায় অভিনয় করে প্রশংসা পান রণবীর। ছবি: সংগৃহীত
সাঞ্জু সিনেমায় বলিউডের কালজয়ী অভিনেতা সঞ্জয় দত্তের নাম-ভূমিকায় অভিনয় করে প্রশংসা পান রণবীর। ছবি: সংগৃহীত
  • অ্যানিমেল: ৫৫৪ কোটি (সুপারহিট)
  • তু ঝুঠি ম্যায় মাক্কার: ১৪৬ কোটি (অ্যাভারেজ)
  • ব্রহ্মাস্ত্র প্রথম পার্ট: ২৬৮ কোটি (অ্যাভারেজ)
  • শামশেরা: ৪৩ কোটি (ফ্লপ)
  • সাঞ্জু: ৩৪১ কোটি ২২ লাখ (সুপার-ডুপার হিট)
  • জগগা জাসুস: ৫৩ কোটি ৩৮ লাখ (ফ্লপ)
  • অ্যায় দিল হ্যায় মুশকিল: ১১২ কোটি ৫০ লাখ (প্লাস)
  • তামাশা: ৬৫ কোটি ৫০ লাখ (অ্যাভারেজ)
  • বোম্বে ভেলভেট: ২৩ কোটি ৬৭ কোটি (ফ্লপ)
  • রয়: ৪৪ কোটি ৫০ লাখ (অ্যাভারেজ)

Comments