যে কারণে আল্লু অর্জুন গ্রেপ্তার

আল্লু অর্জুন, পুষ্পা ২: দ্য রুল, পুষ্পা,
আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

প্রেক্ষাগৃহে রাজত্ব করছে আল্লু অর্জুনের 'পুষ্পা ২: দ্য রুল'। তবে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক ভক্তের মৃত্যুর ঘটনায় বড় ধরনের বিতর্ক তৈরি হয়। ওই দুর্ঘটনার পর আল্লু অর্জুন, আয়োজক ও প্রেক্ষাগৃহ মালিকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বলিউড লাইফ বলছে, শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, তাকে চিক্কাদপল্লি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

কী ঘটেছিল সন্ধ্যা থিয়েটারে

গত ৪ ডিসেম্বর সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা ২: দ্য রুল' এর প্রিমিয়ার চলাকালে এই দুর্ঘটনা ঘটে। সেখানে সিনেমাটির প্রিমিয়ারে ভক্তদের জোয়ার নেমেছিল। সেদিন আল্লু অর্জুন ভক্তদের শুভেচ্ছা জানাতে সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলেন। তিনি সেখানে হাজির হলে ভিড় আরও বাড়তে শুরু করে। তাকে এক ঝলক দেখতে জন্য ভক্তরা ছুটে যান। এসময় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কয়েকজন আহত হন, মৃত্যু হয় ৩৯ বছর বয়সী এক নারীর। আশঙ্কাজনক অবস্থায় তার ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার ছেলে সুস্থ হয়ে ওঠে।

বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার পর অভিনেতা, তার নিরাপত্তা দল ও প্রেক্ষাগৃহের মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এখন অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে আল্লু অর্জুনের বাড়িতে পুলিশ হাজির হয়েছে।

অবশ্য ওই দুর্ঘটনার পর আল্লু অর্জুন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে তিনি ওই পরিবারের পাশে দাঁড়াবেন। ওই পরিবারকে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণাও দিয়েছেন আল্লু অর্জুন।

আল্লু অর্জুনের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর তিনি এফআইআর স্কোয়াশ করার জন্য তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বলে জানা গেছে। তিনি সম্ভাব্য গ্রেপ্তারসহ পরবর্তী কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ করেছিলেন বলেও জানা গেছে। এই মামলায় এর আগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আল্লু অর্জুনের প্রতিক্রিয়া

শনিবার নির্মাতারা একটি অনুষ্ঠানের আয়োজন করেন। তখন গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক ভক্তের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আল্লু অর্জুন বলেন, 'সন্ধ্যা প্রেক্ষাগৃহে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি হতবাক। আমি বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। তাই এ ঘটনার প্রতিক্রিয়া জানাতে আমার কয়েক ঘণ্টা সময় লেগেছিল। আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। স্বাভাবিক হতে আমার প্রায় ১০ ঘণ্টা সময় লেগেছিল। সুকুমার স্যারও ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েন। আমি ব্যক্তিগতভাবে পরে তাদের সঙ্গে দেখা করব। আমরা তাদের পাশে থাকব এবং তার পরিবারকে সহায়তার চেষ্টা করব।'

বক্স অফিস মাতাচ্ছে পুষ্পা

গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এই অ্যাকশন ড্রামা বিভিন্ন রেকর্ড গড়েছে। ইতোমধ্যে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে দ্রুততম আয় করা সিনেমা হয়ে উঠেছে পুষ্পা ২। অষ্টম দিনেই বিশ্বব্যাপী এক হাজার কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে।

পুষ্পা রাজের চরিত্রে আল্লু অর্জুন অভিনীত 'পুষ্পা ২: দ্য রুল' এর হিন্দি সংস্করণ বৃহস্পতিবার ৬৫ কোটি রুপি আয় করেছে। শুক্রবার ৫৩ কোটি রুপির আয় করেছিল। এর আগে, তৃতীয় ও চতুর্থ দিনে যথাক্রমে ৬৬ কোটি ও ৭৭ কোটি রুপি আয় করেছিল পুষ্পা।

রেকর্ড ব্রেকিং সপ্তাহের পর সিনেমাটি খুবই ভালো করছিল। 'পুষ্পা ২' এর হিন্দি সংস্করণের সংগ্রহ সাত দিন পরে দাঁড়িয়েছে ৩৬৭ কোটি রুপি। অষ্টম দিনে ২৫ কোটি রুপি আয় করেছে। ফলে মোট আয় ৩৯২ কোটি রুপিতে পৌঁছেছে। আগামীকাল ৪০০ কোটির গণ্ডি পেরিয়ে যাবে এবং হিন্দি ভাষায় দ্বিতীয় সপ্তাহা শেষে সম্ভবত ৫০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। রাশমিকা মান্দানা অভিনীত এই সিনেমা ভারতে হিন্দিতে সর্বোচ্চ আয়কারী সিনেমা হওয়ার পথে আছে।

Comments

The Daily Star  | English
Polytechnic student protest Tejgaon 2025

Polytechnic students block Tejgaon road over six-point demand

The blockade has caused a long tailback on roads in the neighbouring areas.

29m ago