কনসার্টে শব্দদূষণ, ১৫ লাখ রুপি জরিমানা হতে পারে দিলজিতের

দিলজিৎ দোসাঞ্জ, বলিউড, চণ্ডীগড়,
দিলজিৎ দোসাঞ্জ। ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। সম্প্রতি তিনি ও তার দিল-লুমিনাতি ট্যুর দিয়ে আলোচনা তৈরি করেন। ফলে দিলজিতের ট্যুরটি ২০২৪ সালে টক অব দ্য টাউনে পরিণত হয়। এই কনসার্টটি ছিল ভারতে সর্বাধিক উপস্থিত ও আলোচিত কনসার্টগুলোর মধ্যে একটি। সুতরাং, স্বাভাবিকভাবেই দিলজিৎ ও তার দিল-লুমিনাতি সফর বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে ছিল।

কিন্তু নতুন খবর হলো এবার এই গায়ক ও তার পুরো দল নতুন সমস্যায় পড়েছেন। অবশ্য জমকালো পারফরম্যান্স বা চার্ট-টপিং গানের জন্য নয়, বরং তাদের সমস্যায় পড়তে হচ্ছে একটি আইনি নোটিশের কারণে।

দিলজিৎ সম্প্রতি চণ্ডীগড়ে একটি কনসার্টের অংশ নেন। অভিযোগ উঠেছে, তিনি ওই কনসার্টে শব্দ দূষণের নিয়ম লঙ্ঘন করেছেন। সেখানকার কর্তৃপক্ষ দাবি করেছে, কনসার্টটি অনুমোদিত শব্দের মাত্রা ছাড়িয়ে গেছে এবং এজন্য তার দলটিকে ১৫ লাখ রুপি জরিমানা করা হবে। এর আগেও দিলজিতের দলকে একই ধরনের একটি নোটিশ পাঠানো হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম ট্রিবিউনের এক প্রতিবেদন অনুযায়ী, চণ্ডীগড়ে দিল-লুমিনাতি কনসার্টের শব্দের মাত্রা অনুমোদিত সীমার চেয়ে বেশি ছিল, এতে আশেপাশের আবাসিক অঞ্চলে সমস্যা তৈরি হয়।

ওই অঞ্চলে সর্বাধিক অনুমোদিত সীমা প্রায় ৭৫ ডেসিবেল। কিন্তু প্রতিবেদন অনুযায়ী, কনসার্টে শব্দের পরিসীমা ছিল প্রায় ৭৬ দশমিক এক এবং ৯৩ দশমিক এক ডেসিবেল।

চণ্ডীগড়ের নাগরিক সংস্থা এই আইন লঙ্ঘনের বিষয়টি আমলে নিয়েছে এবং দিলজিতের দলসহ আয়োজকদের জন্য একটি নোটিশ জারি করেছে।

তবে দিলজিতের কনসার্ট নিয়ে এই প্রথম প্রশ্ন উঠল না। গত সেপ্টেম্বরে আইনের শিক্ষার্থী ঋদ্ধিমা কাপুর দিলজিৎ দোসাঞ্জ ও কনসার্টের আয়োজকদের বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা আইন লঙ্ঘন করে টিকিটের দামে কারচুপির অভিযোগ এনে আইনি নোটিশ দায়ের করেন। এরপর, তেলেঙ্গানা সরকার তাকে মদ্যপান, মাদক বা সহিংসতা উসকে দেয় এমন গান পরিবেশন করতে নিষেধ করেছিল।

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

3h ago