৯ মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন শাকিব খান

sakib khan
শাকিব খান। ছবি: সংগৃহীত

দীর্ঘ ৯ মাস পর বাংলাদেশে ফিরছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এতদিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছিলেন তিনি।

দেশে ফেরার বিষয়ে শাকিব খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ আগস্ট দুপুর ১২টায় ঢাকায় পৌঁছব।'

তিনি আরও বলেন, 'দীর্ঘদিন পর দেশে ফিরছি, অসম্ভব একটা ভালো লাগা কাজ করছে। এতো দীর্ঘসময় কখনো দেশের বাইরে থাকিনি।'

'দেশে ফিরে কিছু জমে থাকা কাজের শুটিং করবো। নতুন সিনেমার শুটিং করবো সেপ্টেম্বর থেকে,' যোগ করেন তিনি।

শাকিব খান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

২০২১ সালের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। সেখানে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে 'রাজকুমার' সিনেমার ঘোষণা দেন।

দেশে ফিরে সরকারি অনুদানের 'মায়া'' সিনেমার কাজ শুরু করবেন শাকিব খান। সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন পূজা চেরি।

Comments