‘জয় বাংলা’র মুক্তি ১৬ ডিসেম্বর

স্বনামধন্য পরিচালক কাজী হায়াতের পরিচালনায় সরকারি অনুদানের সিনেমা ‘জয় বাংলা’ সেন্সর পেয়েছে। এটি আগামী ১৬ ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।
জয় বাংলা
‘জয় বাংলা’র একটি দৃশ্য। ছবি: স্টার

স্বনামধন্য পরিচালক কাজী হায়াতের পরিচালনায় সরকারি অনুদানের সিনেমা 'জয় বাংলা' সেন্সর পেয়েছে। এটি আগামী ১৬ ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।

'জয় বাংলা'য় অভিনয় করেছেন করেছেন বাপ্পী চৌধুরী, জাহারা মিতু, শ্রাবণ শাহ, নাদের চৌধুরী, রেবেকা, রাতুলসহ অনেকেই।

কাজী হায়াৎ
‘জয় বাংলা’র সেটে পরিচালক কাজী হায়াৎ। ছবি: স্টার

কাজী হায়াত দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিনেমাটি সেন্সর পেয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি দেব। মুনতাসীর মামুনের "জয় বাংলা" উপন্যাস থেকে এটি নির্মাণ করা হয়েছে।'

কাজী হায়াতের সর্বশেষ সিনেমা 'বীর' মুক্তি পায় ২০২০ সালে।

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানে টুঙ্গিপাড়া চলচ্চিত্রের ব্যানারে 'জয় বাংলা' নির্মিত হয়েছে।

Comments