ঢালিউড

বুবলি বললেন ‘কিছু ব্যাপারতো আছেই’

চিত্রনায়িকা শবনম বুবলির ফেসবুকে পোস্ট করা ছবি নিয়ে ভক্তদের মাঝে নানান জল্পনা-কল্পনা চলছে। আজ বিকেলে নিজের ভেরিফায়েড পেজে ছবি ২টি পোস্ট করেন তিনি।
শবনম বুবলি। স্টার ফাইল ছবি

চিত্রনায়িকা শবনম বুবলির ফেসবুকে পোস্ট করা ছবি নিয়ে ভক্তদের মাঝে নানান জল্পনা-কল্পনা চলছে। আজ বিকেলে নিজের ভেরিফায়েড পেজে ছবি ২টি পোস্ট করেন তিনি।

বুবলির পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, তিনি পেটে হাত দিয়ে আছেন। এ নিয়ে ভক্তদের মাঝে জল্পনা-কল্পনা শুরু হয়। তারা কমেন্ট বক্সে বিভিন্ন কমেন্ট করছেন।

এ বিষয়ে জানতে চাইলে শবনম বুবলি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি শুধু এইটুকু বলব, কিছু ব্যাপারতো আছেই। আমি শুধু অনুরোধ করব, কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং আমি কয়েকটা দিন সময় চাইছি। কয়েকদিনের মধ্যেই বিষয়টা সবাইকে জানাব।'

তিনি আরও বলেন, 'এখন আমি শুটিং স্পটে শুটিংয়ে আছি। আপনাদের সবাইকে ডেকে সুন্দরভাবে বিস্তারিত বলব।'

আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রে থাকাকালীন ছবি ২টি প্রকাশ্যে আনেন শবনম বুবলি। ছবির ক্যাপশন লিখেছেন 'মি উয়িথ মাই লাইফ'।

২০২০ সালের ফেব্রুয়ারি থেকে মিডিয়া থেকে দূরে আছেন বুবলি। তখন গুঞ্জন ছড়িয়েছিল মা হয়েছেন এই অভিনেত্রী। তারপরে ২০২১ সালের জানুয়ারিতে প্রকাশ্যে আসেন শবনম বুবলি। তখন জানিয়েছিলেন, এতো দিন যুক্তরাষ্ট্রে ছিলেন। সেখানে ফিল্ম নিয়ে পড়াশোনা করছিলেন।

Comments

The Daily Star  | English
Default loan in Bangladesh,

Default loans rise 9% in three months

It increased by Tk 10,954 crore to hit Tk 131,621 crore in March

39m ago