সিনেমার কয়েকটি দৃশ্য দেখে কেঁদেছি: মাহিয়া মাহি

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমা ‘যাও পাখি বলো তারে’। এখানে নায়িকা হিসেবে আছেন মাহিয়া মাহি। তার বিপরীতে আছেন আদর আজাদ।
মাহিয়া মাহি
মাহিয়া মাহি। ছবি: শাহরিয়ার কবির হিমেল/স্টার ফাইল ফটো

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমা 'যাও পাখি বলো তারে'। এখানে নায়িকা হিসেবে আছেন মাহিয়া মাহি। তার বিপরীতে আছেন আদর আজাদ।

সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ৭ অক্টোবর। এরইমধ্যে গতকাল রোববার সিনেমাটির দ্বিতীয় গান 'এতো আলো' প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন এ মিজান, কণ্ঠ দিয়েছেন বেলাল খান।

মাহিয়া মাহি দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখনকার বেশিরভাগ সিনেমা নিয়ে বাড়তি কথা হয়। তবে কিছু কাজ থাকে যেটা নিয়ে অনেক কিছু বলতে ইচ্ছে করে। এই সিনেমার প্রতিটি চরিত্রে সবাই দারুণ অভিনয় করেছেন।'

মাহিয়া মাহি
মাহিয়া মাহি। ছবি: শাহরিয়ার কবির হিমেল/স্টার ফাইল ফটো

'সিনেমার কিছু দৃশ্য দেখে আমি কেঁদেছি,' উল্লেখ করে তিনি আরও বলেন, 'যা দেখে দর্শকও কাঁদবে।'

'আমার অভিনয় জীবনে "যাও পাখি বলো তারে" অন্যতম সিনেমা হয়ে থাকবে,' যোগ করেন তিনি।

সবাইকে সিনেমাটি দেখার অনুরোধ জানিয়ে 'অগ্নি'-খ্যাত অভিনেত্রী বলেন, 'ভালোবাসা কেমন তা এই সিনেমাটি দেখলে বোঝা যাবে। এতে অভিনয় করে অনেক তৃপ্তি পেয়েছি। অনেকদিন পর দর্শক আমার একটি ভালো সিনেমা উপভোগ করবেন।'

এই সিনেমায় আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, সুব্রত, বড়দা মিঠু, মাসুম বাশার, রেবেকা রউফ, মিলি বাশার, লাবণ্য প্রমুখ।

Comments

The Daily Star  | English

A paradigm shift is needed for a new Bangladesh

Paradigm shifts on a large scale involve the transformation of society.

2h ago