নতুন পূজা চেরি

চলতি সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। সিনেমা ও ওয়েবফিল্মে নিয়মিত অভিনয় করছেন তিনি। এই বছরে শাকিব খানের বিপরীতে ‘গলুই’, সিয়ামের বিপরীতে ‘শান’ সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছেন এই চিত্রনায়িকা।
ছবি: পূজা চেরির ফেসবুক পেজ থেকে নেওয়া

চলতি সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। সিনেমা ও ওয়েবফিল্মে নিয়মিত অভিনয় করছেন তিনি। এই বছরে শাকিব খানের বিপরীতে 'গলুই', সিয়ামের বিপরীতে 'শান' সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছেন এই চিত্রনায়িকা।

পাশাপাশি মুক্তি প্রতীক্ষিত মাহমুদুর রহমান হিমি পরিচালিত 'পরী' ওয়েব ফিল্মে নতুনভাবে দেখা যাবে তাকে। চরিত্রের প্রয়োজনে এই ওয়েবফিল্মে কোনো মেকআপ নেননি তিনি। এখানে পূজার বিপরীতে অভিনয় করেছেন জোভান।

পূজা চেরি বলেন, 'আমার অভিনীত 'পরী' ওয়েবফিল্মটি সেরা একটি কাজ হবে আশা করছি। একজন অভিনেত্রীর জীবনে অনেক ভালো কাজ থাকে। এখন পর্যন্ত 'পরী' সেই ভালো কাজের একটি। এখানে আমাকে মেকআপ ছাড়া দেখা যাবে। শুধুমাত্র দুটো দৃশ্যে মেকআপ নিয়েছি। নতুনভাবে আমাকে আবিষ্কার করবেন দর্শকরা।'

পূজা চেরি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'হৃদিতা'। মুক্তির অপেক্ষায় রয়েছে মাসুদ রানা, ক্যাশ, নাকফুল, জিন নামের সিনেমাগুলো।

 

Comments