ফেসবুক স্ট্যাটাসেই পরীমনি-মিমের যতো দ্বন্দ্ব-অভিযোগ

চলতি সময়ের জনপ্রিয় দুই চিত্রনায়িকা পরীমনি ও বিদ্যা সিনহা মিমের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে চলে এসেছে। গতকাল বৃহস্পতিবার পরীমনির স্ট্যাটাসের পর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম নিজের অবস্থান পরিষ্কার করে স্ট্যাটাস দিয়েছিলেন। 
পরীমনি ও বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত

চলতি সময়ের জনপ্রিয় দুই চিত্রনায়িকা পরীমনি ও বিদ্যা সিনহা মিমের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে চলে এসেছে। গতকাল বৃহস্পতিবার পরীমনির স্ট্যাটাসের পর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম নিজের অবস্থান পরিষ্কার করে স্ট্যাটাস দিয়েছিলেন। 

আজ শুক্রবার আবার নতুন করে দ্বিতীয়বারের মতো স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। মিমের সঙ্গে আলাপের একটা স্ক্রিনশটও ফাঁস করেছেন তিনি। 

এই দুই চিত্রনায়িকা ফেসবুক স্ট্যাটাসেই তাদের যতো দ্বন্দ্ব-অভিযোগ জানাচ্ছেন। এটা তাদের জন্য কতোটা ভালো ফলাফল বয়ে আনছে তারাই বলতে পারবেন। 

সিনেমাসংশ্লিষ্ট অনেকেই বিষয়গুলো নিয়ে অস্বস্তিতে আছেন। দুই পরিবারের মানুষের কাছে বিষয়গুলো কতটা স্বস্তির হচ্ছে, এটাও একটা প্রশ্ন। তারা আশা করছেন, অচিরেই সবকিছুর সমাধান হয়ে যাবে। 

বিদ্যা সিনহা মিমের স্ট্যাটাসের ভাষ্য মতে, 'পরাণ' ও 'দামাল' সিনেমার আকাশছোঁয়া সাফল্যে একটা পক্ষ তার পথ চলায় ঈর্ষান্বিত হয়ে তাকে থামিয়ে দিতে, তাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে। 

তাকে নিয়ে ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্টা করলে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

পরীমনির দ্বিতীয় স্ট্যাটাসের বক্তব্য, তিনি কখনও মিমকে হিংসা করেননি। বরং তিনি চাইতেন, রাজ-মিম জুটিকে নিয়ে আরও সিনেমা নির্মাণ হোক। রাজ্যের মা নিজেই এই জুটিকে নিয়ে সিনেমা বানাতে পরিচালকদের অনুরোধ জানিয়েছেন। 

কিন্তু সিনেমা হলে চলা 'দামাল' সিনেমার আগামী তিন মাসের সিনেমা হল রাইটস নিয়ে রাজ, মিমদের ব্যবসায়িক ছুতোয় আলাপ পছন্দ নয়, এটা সরাসরি জানিয়েছেন পরীমনি।  

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

2h ago