বিভেদ ভুলে শিল্পী সমিতিতে এক হলেন মৌসুমী ও ডিপজল

শিল্পী সমিতি নিয়ে চলমান বিভক্তির সমাধান হয়েছে আজ রোববার বিকেলে। জায়েদ খানের প্যানেল থেকে নির্বাচিত মৌসুমী, ডিপজল, রুবেল, আলীরাজ সমিতিতে এসে শপথ নিয়েছেন। 
শিল্পী সমিতিতে শপথ নিচ্ছেন জায়েদ খান প্যানেল থেকে নির্বাচিত মৌসুমী। তার পাশে ডিপজল। ছবি: সংগৃহীত

শিল্পী সমিতি নিয়ে চলমান বিভক্তির সমাধান হয়েছে আজ রোববার বিকেলে। জায়েদ খানের প্যানেল থেকে নির্বাচিত মৌসুমী, ডিপজল, রুবেল, আলীরাজ সমিতিতে এসে শপথ নিয়েছেন।

সমিতির কার্যকরী কমিটির সভায় অংশ নেন নির্বাচিত কমিটির রিয়াজ, ইমন, অঞ্জনা, আলীরাজ, ইমন, জয় চৌধুরী, কেয়া, জাদু আজাদ, আরমান, জেসমিন, নাদির খান, শাহনূরসহ অনেকেই। 

সভার নেতৃত্ব দেন সভাপতি ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক নিপুণ। পরে জায়েদ খান প্যানেল থেকে নির্বাচিত শিল্পীদের কয়েকজন শপথ নেন। 

Comments