পূজা চেরির ‘নাকফুল’

চলতি বছর চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি।
পূজা চেরির ‘নাকফুল’
পূজা চেরি। ছবি: সংগৃহীত

চলতি বছর চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। নতুন কোনো সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথাও শোনা যায়নি। তবে মুক্তির তালিকায় রয়েছে 'নাকফুল' সিনেমা।

পূজা চেরি বলেন, 'এই সিনেমার গল্পটা আমার কাছে অসাধারণ মনে হয়েছে। একজন চঞ্চল মেয়ে ও ছন্নছাড়া ছেলের সম্পর্কের গল্প। দর্শকের ভালো লাগবে আশা করি। মন ছুঁয়ে যাওয়া গল্পের সিনেমাটি দর্শক মন ভরে দেখবে বলে আমার বিশ্বাস।'

আলোক হাসান পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে আছেন আদর আজাদ। ইতোমধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়েছে। এই সিনেমায় আরও অভিনয় করেছেন- গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজ, শিখা মৌসহ অনেকে।

Comments