ঈদে মায়ের হাতের বিশেষ পায়েস আমার খুব পছন্দের: শাকিব খান

শাকিব খান নিজের মুক্তিপ্রাপ্ত সিনেমার কথা, ঈদের ব্যস্ততা, ঈদের দিনের প্রিয় খাবারসহ অনেক কথা ভাগাভাগি করেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
শাকিব খান। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান অভিনীত 'লিডার: আমিই বাংলাদেশ' সিনেমাটি আজ ঈদের দিন থেকে দেশের ১০০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। তপু খান পরিচালিত প্রথম সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন শবনম বুবলি।

শাকিব খান নিজের মুক্তিপ্রাপ্ত সিনেমার কথা, ঈদের ব্যস্ততা, ঈদের দিনের প্রিয় খাবারসহ অনেক কথা ভাগাভাগি করেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।

এবারের ঈদে বিশেষ কী করবেন?

মা-বাবাকে সঙ্গে নিয়ে ঈদের সিনেমাটি দেখতে যাওয়ার ইচ্ছা আছে। আমার বিশ্বাস বাবা-মায়ের কাছে 'লিডার: আমিই বাংলাদেশ' সিনেমাটা ভালো লাগবে।

দর্শকদের বলতে চাই, সপরিবারে এই সিনেমা দেখতে পারবেন। সিনেমার গল্প থেকে শুরু করে নির্মাণ, গান সবকিছুই আপনাদের মুগ্ধ করবে।

সিনেমা হলে প্রচারণায় থাকবেন?

ইচ্ছা আছে সিনেমা হলগুলোতে যাওয়ার। শুধু ঢাকায় না, ঢাকার বাইরের হলগুলোতে প্রচারণায় যাওয়ার ইচ্ছা রয়েছে। দর্শকদের সঙ্গে বসে সিনেমা দেখে তাদের প্রতিক্রিয়া জানতে চাইবো। দেখা যাক কতোটুকু করতে পারি। শুধু ঢাকায় মানুষ সিনেমা দেখেন না, ঢাকার বাইরেও মানুষও দেখেন।

সিনেমার ২টি গানই দর্শক বেশ পছন্দ করেছে। আপনার অভিমত কী?

'কথা আছে' গানটি প্রকাশের দিন থেকেই আলোচনায় রয়েছে। এমন ঘটনা বাংলাদেশের চলচ্চিত্রে দীর্ঘদিন হয়নি। এই গানটি সিনেমার গল্পের সঙ্গে মিল রেখে করা হয়েছে বলেই দর্শক এতো পছন্দ করেছেন। আগে থেকেই জানতাম গানটা দর্শক পছন্দ করবে।

সিনেমার রোমান্টিক 'সুরমা সুরমা' গানটিও ট্রেন্ডিংয়ে চলে এসেছে। দর্শক সিনেমার গান দুটি সিনেমা হলে আরও পছন্দ করবে বলে আমার বিশ্বাস।

দর্শক কেন 'লিডার: আমিই বাংলাদেশ' সিনেমাটা দেখবে?

এই সিনেমার গল্পে বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে। যারা সিনেমাটি দেখবে, তারা মনে করবে—আরে এই গল্প তো আমার চারপাশের। একেবারে সমসাময়িক বাস্তবচিত্র আছে গল্পে। সেন্সর বোর্ডে যখন প্রদর্শিত হয়, সিনেমাটি দেখা শেষে সেখানকার অনেকেই ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন।

তপু খান তার প্রথম সিনেমা দিয়েই নিজেকে প্রমাণ করেছেন। সব মিলিয়ে ঈদের জন্য সিনেমা হিসেবে এটা পারফেক্ট।

দীর্ঘদিন নতুন কোনো সিনেমার শুটিংয়ে দেখা যায়নি আপনাকে। নতুন সিনেমার শুটিংয়ে কবে ফিরছেন?

আশা করছি মে মাসে নতুন সিনেমার শুটিংয়ে ফিরবো। সিনেমাটির সবকিছু গোছানোর কাজ শেষ। আগামী ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে বলে আশা করছি।

এবার ঈদে ৮টি সিনেমা মুক্তি পাচ্ছে, যার মধ্যে আপনার একটি। কোনো চাপ অনুভব করছেন?

আমার কোনো ধরণের চাপ নেই ঈদের এই সিনেমাগুলো নিয়ে। যেসব সিনেমার গল্প, গান, অভিনয় ভালো হবে, মানুষ সেগুলোই দেখবে। এখন দুনিয়াজুড়ে ভালো ভালো সিনেমা হচ্ছে, মানুষের রুচি পরিবর্তন হচ্ছে। তবে সুস্থ প্রতিযোগিতা বজায় থাকুক, এটা প্রত্যাশা করি।

ঈদে কোন খাবার খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন?

মায়ের হাতের যেকোনো রান্নাই আমার অসম্ভব প্রিয়। তবে মায়ের হাতের বিশেষ একটা পায়েস খুবই পছন্দের।

Comments

The Daily Star  | English

Beyond Dollar: Bangladesh to seek over 36b yuan in Chinese loans

Bangladesh is going to seek more than 36 billion yuan, equivalent to $5 billion, as soft loans from China to reduce pressure on its dollar reserves.

6h ago