৮০ বছরের শাকিব খান

এই সিনেমায় শাকিব খানের আরও কয়েকটি লুক এরইমধ্যে দেখেছেন শাকিব ভক্তরা।
প্রিয়তমা সিনেমার একটি পোস্টারে শাকিব খান। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় শাকিব খান অভিনীত সিনেমা 'প্রিয়তমা'। হিমেল আশরাফ পরিচালিত সিনেমায় ৮০ বছরের প্রবীণ একটি চরিত্রেও দেখা যাবে ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ককে।

শাকিব খানের ৮০ বছর বয়স্ক সেই চেহারা আজ মঙ্গলবার প্রকাশিত হয়েছে। তার নতুন এই চেহারা দেখে মুগ্ধ তার ভক্ত- দর্শকরা।

এই সিনেমায় শাকিব খানের আরও কয়েকটি লুক এরইমধ্যে দেখেছেন শাকিব ভক্তরা। কয়েকদিন আগে ৩০ সেকেন্ডের টিজারে শাকিব খানের রহস্যময়তা বেশ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সবমিলিয়ে 'প্রিয়তমা' সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক।

ইতোমধ্যে শেষ হয়েছে সিনেমাটির শুটিং। সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের তুঙ্গে রয়েছে সিনেমাটি।

আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের এই সিনেমার কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

শাকিব ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেক।

Comments

The Daily Star  | English

JP headed for yet another split?

Jatiya Party, the main opposition party in parliament, is facing another split centering the conflict between its Chairman GM Quader and Chief Patron Raushan Ershad over MP nominations, party insiders said.

58m ago