‘জেলের দাগ একবার যার লাগছে সেই দাগি’

দাগী সিনেমায় অভিনয় করছেন আফরান নিশো। ছবি: সংগৃহীত
এই ঈদে মুক্তি পাচ্ছে আফরান নিশো অভিনীত নতুন সিনেমা 'দাগি'। সিনেমার টিজারে তাকে দেখা গেছে ভিন্ন এক রূপে।
আজ মঙ্গলবার প্রকাশিত টিজারের একটি অংশে তাকে বলতে শোনা যায়, 'জেলের দাগ একবার যার লাগছে, সেই দাগি—সারাটা জীবন!'
শিহাব শাহীন পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তমা মীর্জা, শহীদুজ্জামান সেলিম, সুনেরাহ বিনতে কামালসহ অনেকে।
'সুড়ঙ্গ' মুক্তি পাওয়ার দুই বছর পর এলো নিশো অভিনীত নতুন সিনেমা।
Comments