ভিডিও গেমার থেকে কার রেসার হয়ে ওঠার গল্প ‘গ্রান তুরিসমো’

স্টার সিনেপ্লেক্সে আগামীকাল শুক্রবার থেকে চলবে সনি পিকচার্সের সিনেমা ‘গ্রান তুরিসমো’। 
গ্রান তুরিসমো সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

স্টার সিনেপ্লেক্সে আগামীকাল শুক্রবার থেকে চলবে সনি পিকচার্সের সিনেমা 'গ্রান তুরিসমো'। 

ভিডিও গেমার থেকে কার রেসার হয়ে ওঠা জ্যান মার্ডেনবরোর জীবনীর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিনেমাটি। 

সিনেমার কেন্দ্রীয় চরিত্র কিশোর গ্রান তুরিসমো, যার ভার্চুয়াল ড্রাইভিং দক্ষতা তাকে নিশান কার রেসিং প্রতিযোগিতার একটি সিরিজ জিতিয়ে দেয়। গেমার হয়ে ওঠেন একজন পূর্ণাঙ্গ পেশাদার রেসিংকার চালক।

কিশোরের চরিত্রে অভিনয় করেছেন আর্চি মাডেকওয়ে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অরল্যান্ডো ব্লুম, ডেভিড হারবারসহ অনেকেই। 

সিনেমাটি পরিচালনা করেছেন নিল ব্লমক্যাম্প।

চলতি বছরের শুরুর দিকে সনি পিকচার্স ঘোষণা করেছিল যে গ্রান তুরিসমো গেমগুলোকে একটি বাস্তব প্লটের সঙ্গে মিলিয়ে একটি সিনেমা নির্মিত হবে।

Comments