‘প্রথম চড়ের পর চোখে অন্ধকার দেখেছিলাম’

ফারিয়া শাহরিন
ফারিয়া শাহরিন। ছবি: ফেসবুক থেকে

অভিনেত্রী ফারিয়া শাহরিন 'ব্যাচেলর পয়েন্টে' ধারাবাহিক নাটকে 'অন্তরা' চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন। কাজল আরেফিন অমি পরিচালিত নাটকটির ১০০তম পর্ব প্রচারের আগে ৯৯তম পর্বের একটি চড়ের দৃশ্য নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস লিখেছেন এই অভিনেত্রী।

তিনি লিখেছেন, 'নাটকের ৯৯তম পর্বে চড়ের দৃশ্যে প্রথম চড়ের পর চোখে অন্ধকার দেখেছিলাম। দ্বিতীয় চড়ের পর মনে হয়েছে, ঘাড় আর কখনো নাড়াতে পারব না। অনেকেই প্রশ্ন করছেন, মিশু ভাই আমাকে যে চড়গুলো মেরেছেন, সেগুলো আসল কি না। অবশ্যই আসল। এমনকি এই চড়ের সাউন্ডও এডিট করা হয়নি। পরিচালক অমি ভাইও এমন কিছু একটা চাইছিলেন। দৃশ্য ধারণের সময়ই তিনি বলেছিলেন, চড়ের অংশটা ভাইরাল হবে।'

তিনি আরও বলেন, 'দৃশ্য ধারণের পর এত জোরে চড় মারার কারণে আমি শুভ ভাইয়ের সঙ্গে ঝগড়াও করেছিলাম। তবে এখন আপনাদের ফিডব্যাক দেখে সব ব্যথা ভুলে গেছি। এত জোরে চড় খেয়েও আমি খুশি। দর্শকের ভালোবাসার বিনিময়ে ভবিষ্যতে এমন আরও চড় খেতেও আমার কোনো আপত্তি নেই।'

এ ছাড়া, ফারিয়া শাহরিনকে এনটিভিতে প্রচারিত 'চিরকুমার-চিকু সংঘ' ধারাবাহিকে নাটকে নিয়মিত দেখা যাচ্ছে।

Comments