সাবিলা যখন ‘মৎস্যকন্যা’
প্রথমবারের মতো মাছ বিক্রেতার চরিত্রে অভিনয় করছেন সাবিলা নূর। এর জন্য অভিনয় করেছেন মাছ বাজারে বসেই।
মাছ বাজারে সত্যিকারের ক্রেতা–বিক্রেতার মাঝেই শুটিং করতে হয়েছে তাকে। অনেকের কাছে মাছও বিক্রি করেছেন।
এক নারীর সংগ্রাম ও প্রতিশোধের গল্প 'মৎস্যকন্যা'। নাটকটি পরিচালনা করেছেন আলোক হাসান এবং চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা।
নাটকে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, দিশাসহ অনেকেই।
নাটকটির পরিচালক আলোক হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রথমবার সাবিলা নূর এমন চরিত্রে অভিনয় করতে গিয়ে একেবারে আসল মাছ বাজারে বসে মাছ বিক্রি করলেন।'
নাটকের গল্প নিয়ে তিনি বলেন, 'একজন নারী কীভাবে বাধ্য হয়ে সংসারের হাল ধরেন, সমাজের নানা বাধাবিপত্তি পেরিয়ে কাজ করেন—সেটা তুলে আনা হয়েছে এই গল্পে। আশা করি দর্শকরা নাটকটি উপভোগ করবেন এবং নতুন সাবিলার সন্ধান পাবেন।'
Comments