২৫০ পর্বে পিতা বনাম পুত্র গং

‘এটা শুধু নাটক নয়, এখানে অনেক আবেগ ও ভালোবাসা জড়িয়ে আছে।’
‘পিতা বনাম পুত্র গং’ নাটকের কলাকুশলীরা। ছবি: সংগৃহীত

নাট্যকার বৃন্দাবন দাশের রচনায় এবং সকাল আহমেদের পরিচালনায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'পিতা বনাম পুত্র গং'।

গত দেড় বছর ধরে প্রচারিত নাটকটি ২৫০তম পর্ব প্রচারিত হবে আজ রোববার রাত ৮টা ৪০ মিনিটে।

নাটকে এক ঝাঁক তারকা অভিনয়শিল্পী অভিনয় করেছেন। তারা হলেন—আজিজুল হাকিম, চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, নাদিয়া আহমেদ, মাসুম বাশার, শামীমা তুষ্টি, ফারজানা ছবি, মৌসুমী হামিদ, আরফান, প্রাণ রায়, আখম হাসান প্রমুখ।

এ বিষয়ে সকাল আহমেদ বলেন, 'দেড় বছর আগে কাজটি শুরু করেছিলাম। তখন তো বুঝতে পারিনি এই নাটকটি আমাকে এমনভাবে আবেগি করে তুলবে, বার বার এতটা স্মৃতিকাতর হয়ে পড়ব। এই নাটকের শিল্পীদের প্রতি আমার কৃতজ্ঞতা, সেইসঙ্গে দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা।'

নাট্যকার বৃন্দাবন দাশ বলেন, 'পিতা বনাম পুত্র গং আমার লেখা প্রিয় একটি নাটক। দেখতে দেখতে আজ রাতে নাটকটির ২৫০তম পর্ব প্রচার হবে। এ জন্য দর্শকদের প্রতি ভালোবাসা জানাচ্ছি।'

চঞ্চল চৌধুরী বলেন, 'এটা শুধু নাটক নয়, এখানে অনেক আবেগ ও ভালোবাসা জড়িয়ে আছে।'

Comments