সাবিলা নূরের কালো লুক যে কারণে

বিদিশা নাটকের একটি দৃশ্যে সাবিলা নূর। ছবি: সংগৃহীত

অভিনেত্রী সাবিলা নূরকে দেখে চেনার উপায় নেই। গায়ের রঙ খুব কালো। মুখটা ফ্যাকাশে। 

এমন মেকআপের কারণ, 'বিদিশা' নাটকে তিনি কালো মেয়ের চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। 

নারী দিবসকে সামনে রেখে তৈরি হয়েছে নাটকটি। আগামী ৮ মার্চ নারী দিবসে ইউটিউব চ্যানেল 'সিনেমাওয়ালা'তে মুক্তি পাবে নাটকটি। 

'বিদিশা' নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। 

তিনি বলেন, 'সাবিলা নূরকে নতুন চেহারায় দেখে দর্শকেরা চমকে যাবেন। অনেকদিন মনে রাখার মতো অভিনয় করেছেন তিনি। নারী দিবসে নাটকটির মাধ্যমে নারীর সংগ্রাম ও বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার কথা বলতে চেয়েছি।'

সাবিলা নূরের পাশাপাশি নাটকটিতে আরও অভিনয় করেছেন শামীমা নাজনীন, সমু চৌধুরী, এরফান মৃধা শিবলু, অতিথি ইসরাত প্রমুখ।

নাটকের গল্পটি লিখেছেন আবুল বাশার পিয়াস। চিত্রগ্রহণ ফুয়াদ বিন আলমগীর। নাটকের সংগীত পরিচালনা করেছেন শাহরিয়ার মার্সেল।

Comments

The Daily Star  | English
Israel's attack on Iran 2025

Iran state TV hit in Israeli attack on Tehran

The blast occurred as the presenter was live on TV lambasting Israel

10m ago