ঈদের রাতে হানিফ সংকেতের নাটক

হানিফ সংকেত। ছবি: সংগৃহীত

প্রতি বছরের মতো এবারও ঈদ অনুষ্ঠানে ইত্যাদির পাশাপাশি আসছে নির্মাতা হানিফ সংকেতের নাটক।

ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে নাটক 'ঘরের কথা ঘরেই থাক'।

নাটকে দেখা যাবে, শাহেদ ও সুমী দম্পতির সংসারে প্রায় প্রতিদিনই কলহ লেগে থাকে। প্রতিদিন তাদের চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা অতিষ্ঠ।

এই সংকট কাটাতে শাহেদ তার বন্ধুদের সঙ্গে আলোচনা করে। বন্ধুরা তার স্ত্রীর রাগ কমানোর জন্য বিভিন্ন পরামর্শ দেন। তবে বন্ধুদের পরামর্শ মেনে হয় হিতে বিপরীত। তারপর ঘটনাচক্রে আসে এক মাস্তান এবং দ্রুত পরিস্থিতি পাল্টাতে থাকে।

জীবনমুখী এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে 'ঘরের কথা ঘরেই থাক'।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সামিরা খান মাহি, সালাহউদ্দিন লাভলু, আব্দুল্লাহ রানা, সাইদুর রহমান পাভেল, সুভাশিষ ভৌমিক, আঞ্জুমান আরা শিরিন, সুজাত শিমুল, সাদিয়া তানজিন, রত্না, শামীম আহমেদ, নজরুল ইসলামসহ আরও অনেকে।

নাটকটির সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত। সংগীতায়োজন করেছেন মেহেদী এবং কণ্ঠ দিয়েছেন রাজীব।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago