অনুতপ্ত: সম্পর্কের আয়নায় নিজের মুখ

মধ্যবিত্ত পরিবারে বাবা ও ছেলের মধ্যকার সম্পর্ক, অনুতাপ ও আত্মোপলন্ধি নিয়ে নাটক 'অনুতপ্ত'।
নাটকটি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার পর দুই দিনে ২০ লাখের বেশি বার দেখেছেন দর্শক।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা।
এতে পারিবারিক সম্পর্কের টানাপোড়েন ও মানসিক দ্বন্দ্বকে পর্দায় তুলে আনা হয়েছে। দর্শকদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে এমন কিছু মুহূর্ত রয়েছে নাটকটিতে।
'অনুতপ্ত' কেবল একটি নাটক নয়, এটি সম্পর্কের আয়নায় নিজের মুখ।
নাটকে রিশাদ চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ সংযত। রফিক চরিত্রে ইন্তেখাব দিনার একজন যথাযথ বাবার চরিত্রে সহানুভূতির আবহ ছড়িয়ে দিয়েছেন। রিশাদের মায়ের ভূমিকায় দীপা খন্দকারের অভিনয়ে শান্ত অভিমান ও অস্ফুট ভালোবাসা প্রকাশিত হয়েছে।
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মালাইকা চৌধুরী, শিবা শানু, তানজিম অনিক প্রমুখ।
Comments