হিমির কমিকে ‘হিটম্যান’ চরিত্রে নিলয়

শিশু-কিশোরদের জন্য নতুন কমিক 'হিটম্যান' নিয়ে আসছে একটি প্রতিষ্ঠান।
কার্টুনিস্ট সোহানী সব চরিত্রের কার্টুন ফেইজ চূড়ান্ত করলেও মূল চরিত্র হিটম্যানের জন্য অপেক্ষায় ছিলেন। অবশেষে অভিনেতা নিলয় আলমগীরের মধ্যে তিনি তার কাঙ্ক্ষিত চরিত্রের লুক খুঁজে পান।
এই গল্প অবলম্বনে তৈরি হয়েছে একটি নাটক। এখানে মূল চরিত্র রাকিবের ভূমিকায় আছেন নিলয়। সোহানী চরিত্রে আছেন অভিনেত্রী হিমি। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তারিক মোহাম্মদ হাসান।
কাহিনীতে দেখা যাবে, চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার পথে রাকিব রাস্তায় ঝামেলায় জড়িয়ে পড়েন এবং কয়েকজনের সঙ্গে তর্ক হয়। এ সময় অফিসে যাওয়ার পথে সোহানী জ্যামে আটকে পড়েন। গাড়ি থেকে তিনি রাকিবের ঝগড়ার দৃশ্য লক্ষ করে ক্যামেরাবন্দি করেন। ছেলেটির ভিন্ন ভঙ্গি তাকে মুগ্ধ করে। সেখান থেকেই সোহানী রাকিবকে তার হিটম্যান কমিকের নায়ক হিসেবে বেছে নেন। এরপর গল্প নতুন মোড় নেয়।
প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে শিগগির এটি প্রচারিত হবে।
Comments