‘হয়তো আর কথা বলতে পারব না’, ইশারায় জানালেন কাবিলা

‘হয়তো কোনোদিনই আর কথা বলতে পারবো না’, ইশারায় জানালেন কাবিলা
বুধবার রাতে নিপুণ, ইমন অভিনীত ‘বীরত্ব’ সিনেমার বিশেষ একটি শো দেখতে বসুন্ধরা সিটি সিনেপ্লেক্সে এসেছিলেন জনপ্রিয় এই খল অভিনেতা। ছবি: স্টার

কণ্ঠনালি সমস্যার কারণে অনেক বছর ধরে কথা বলতে পারছেন না বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা কাবিলা। 

দীর্ঘদিন ধরে চলচ্চিত্র জগতের বাইরে থাকায় দর্শকের মাঝে গুঞ্জন ছিল তিনি হয়তো আর বেঁচে নেই। 

বুধবার রাতে নিপুণ, ইমন অভিনীত 'বীরত্ব' সিনেমার বিশেষ একটি শো দেখতে বসুন্ধারা সিটি সিনেপ্লেক্সে এসেছিলেন জনপ্রিয় এই খল অভিনেতা। সেখানে দ্য ডেইলি স্টারের প্রতিবেদককে তিনি ইশারায় জানান, আর কোনোদিনই হয়তো তিনি কথা বলতে পারবেন না।

জাতীয় চলচ্চিত্রে পুরস্কার প্রাপ্ত অভিনেতা কাবিলার আসল নাম নজরুল ইসলাম শামীম। খলনায়ক হিসেবে সুখ্যাতি পেয়েছেন। 

১৯৮৮ সালে 'যন্ত্রণা' সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ভালোবাসা আজকাল, এক টাকার বউ, সবার উপরে তুমি, এবাদত, আমার প্রাণের প্রিয়া, জন্ম তোমার জন্য, আমাদের ছোট সাহেব, তুমি আমার প্রেম, বাবা আমার বাবা, তুমি স্বপ্ন তুমি সাধনা, তোমাকে বউ বানাবো, প্রেমিক নাম্বার ওয়ান, ফুল অ্যান্ড ফাইনাল।

Comments

The Daily Star  | English

Garment exporters prefer cheaper Maldives, bypassing Dhaka, Indian airports

Exporters say the traditional air shipment routes through Dhaka, Kolkata, Colombo or Singapore had either become too expensive or too slow

1h ago