‘মেঘে ঢাকা শহর’-এর নির্মাতা সাখাওয়াত মানিক মারা গেছেন
অকালে চলে গেলেন নাট্য পরিচালক সাখাওয়াত মানিক। শনিবার রাত ৯টার দিকে পাবনার বেড়া উপজেলায় নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে সাখাওয়াত মানিকের বয়স হয়েছিল ৩৫ বছর। তার মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান সাগর।
তিনি জানান, দীর্ঘদিন ধরে সাখাওয়াত মানিক হেপাটাইটিস বি রোগে ভুগছিলেন। পরে জন্ডিসে আক্রান্ত হন। তিনি এ মাসের শুরুতে গ্রামের বাড়ি গিয়েছিলেন। আজ রাতে বেড়া উপজেলায় নিজের বাড়িতে মারা যান তিনি।
সাখাওয়াত মানিকের পরিচালনায় উল্লেখযোগ্য ধারাবাহিক নাটকের মধ্যে আছে 'মেঘে ঢাকা শহর'। একক নাটকের মধ্যে আছে - আজ শফিকের বিয়ে, তবুও ভালোবাসি, প্রিয়জন, ব্ল্যাক কফি, কেন মিছে নক্ষত্ররা, তৃষ্ণা, অপরাহ্ণ, হাইড স্টোরি, ঠিকানা ভুল ছিল, হোম মেইডসহ আরও নাটক।
Comments