ওমর সানীর জন্য মৌসুমীর ভিডিও বার্তা

মুক্তি পেয়েছে ওমর সানী অভিনীত ‘বসন্ত বিকেল’। সিনেমাটি দেখার জন্য ভিডিও বার্তায় আমন্ত্রণ জানিয়েছেন অভিনেত্রী মৌসুমী। বর্তমানে এই তারকা দম্পতি দুবাই ভ্রমণে আছেন।
মৌসুমী। ছবি: স্টার

মুক্তি পেয়েছে ওমর সানী অভিনীত 'বসন্ত বিকেল'। সিনেমাটি দেখার জন্য ভিডিও বার্তায় আমন্ত্রণ জানিয়েছেন অভিনেত্রী মৌসুমী। বর্তমানে এই তারকা দম্পতি দুবাই ভ্রমণে আছেন।

ছবি। ওমর সানীর ফেসবুক থেকে নেওয়া

ভিডিও বার্তায় মৌসুমী বলেন, 'মুক্তি পেয়েছে ওমর সানী অভিনীত সিনেমা 'বসন্ত বিকেল'। সিনেমাটির অন্যতম অভিনেতা আমাদের সবার প্রিয় ওমর সানী। অনেকদিন পর তার সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাটির কথা অনেক শুনেছি। আরও অনেকেই এই সিনেমায় অভিনয় করেছে। সবার জন্য শুভেচ্ছা। সিনেমার গল্পটি অনেক সুন্দর। আমাকে সানী এই সিনেমার গল্পের কথা মাঝেমাঝেই বলতো। সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ রইল। আমিও সিনেমাটি হলে গিয়ে দেখব আশা করছি।'

রফিক সিকদার পরিচালিত 'বসন্ত বিকেল' ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত হয়েছে। দেশের ১৯টি প্রেক্ষাগৃহে গতকাল মুক্তি পেয়েছে সিনেমাটি। সিনেমায় প্রথমবার জুটি হয়ে অভিনয় করেছেন শিপন মিত্র ও শাহ হুমায়রা সুবাহ।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

18m ago