হকি আমার ক্রাশ: পরীমনি
ছোটবেলা থেকেই হকি খেলার প্রতি দুর্বলতা কাজ করতো চিত্রনায়িকা পরীমনির।
তিনি বলেন, 'হকি খেলা দেখলেই অন্যরকম হয়ে যেতাম। হকি আমার ক্রাশ।'
'ওই সময়ে বরিশালে কেটেছে আমার জীবন। জানি না কেন হকি এতটা ভালো লাগত কিংবা এতটা টানতো। এখনো সেই ভালোবাসা হকির প্রতি রয়ে গেছে। হকি হাতে নিলেই অন্যরকম একটা ব্যাপার চলে আসে শরীরের মধ্যে।'
আজ বৃহস্পতিবার সন্ব্যা ৭টায় মওলানা ভাসানী স্টেডিয়ামে পরীমনি ও শরিফুল রাজ হকি খেলায় অংশ নেবেন।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, 'রাজকে নিয়ে হকি খেলতে যাবো। ভীষণ ভালোলাগা ফিল করছি। আশা করছি সুন্দর মূহুর্ত উপহার দিতে পারবো। এটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আমি চাই ভালো একটা মুহুর্ত আমার জীবনে রয়ে যাক।'
এদিকে শরিফুল রাজ অভিনীত 'দামাল' চলছে ঢাকাসহ সারাদেশের প্রেক্ষাগৃহে। অন্যদিকে পরীমনি অভিনীত 'মা' ও 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' এ দুটি ছবি মুক্তির অপেক্ষায় আছে।
তার অভিনীত সিনেমা সম্পর্কে পরীমনি বলেন, 'দুটো দুই ঘরানার গল্পের সিনেমা। ২ সিনেমায় নতুন আমাকে পাওয়া যাবে।'
সময় কাটছে কীভাবে জানতে চাইলে ঢালিউডের পরীখ্যাত এই নায়িকা বলেন, 'সন্তানের সাথে মধুর সময় কাটছে।'
Comments