বাংলাদেশে আসছে শাহরুখের ‘পাঠান’

দেশের সিনেমা হলে হিন্দি সিনেমা মুক্তির ব্যাপারে একমত হয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন। গতকাল রোববার বিএফডিসিতে দীর্ঘ আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে এসেছেন তারা।

দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্রের একাধিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

তারা জানান, বাংলাদেশে হিন্দি সিনেমা আনার বিষয়ে কোনো দ্বিমত নেই এসব সংগঠনের। আলোচনায় সিদ্ধান্তের মধ্যে আছে প্রতিবছর ১০টি হিন্দি সিনেমা বাংলাদেশের সিনেমা হলে চলবে।

আজ সোমবার চলচ্চিত্রের এই ১৯ সংগঠনের ঐক্যমত্যের চিঠি তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে বলে জানা গেছে। ফলে, বাংলাদেশে বলিউড বাদশা শাহরুখ খানের 'পাঠান' মুক্তিতে কোনো বাধা থাকছে না। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ফেব্রুয়ারি মুক্তির সম্ভাবনা আছে বলে জানা গেছে।

চলতে বছরের ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পেয়েছে 'পাঠান'। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। এ সিনেমায় আরও অভিনয় করেছেন- দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান।

Comments

The Daily Star  | English

Shut down Awami League offices in India: Dhaka to Delhi

Foreign ministry says attention of Bangladesh govt has been drawn to reported establishment of AL offices in Delhi, Kolkata

57m ago