যে কারণে আজ বাংলাদেশে মুক্তি পায়নি শাহরুখের 'পাঠান'

যে কারণে আজ বাংলাদেশে মুক্তি পায়নি শাহরুখের 'পাঠান'
ছবি: সংগৃহীত

আজ ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা 'পাঠান'।  ভাষার মাস ফেব্রয়ারি বলে চলতি মাসে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। 

আগামী মার্চ মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

যে প্রযোজনা সংস্থা বাংলাদেশে সিনেমাটি আনছেন তাদের একজন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ের এক সাংবাদিক সম্মেলনে উপমহাদেশের সিনেমা মুক্তির বিষয়ে এ তথ্য জানানো হয়।

তার আগে দেশের প্রেক্ষাগৃহে বলিউডের সিনেমা মুক্তির ব্যাপারে একমত হয়েছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠন। তাদের অনেকেই তথ্য মন্ত্রনালয়ের সাংবাদিক সম্মেলনে ছিলেন।

যে কারণে আজ বাংলাদেশে মুক্তি পায়নি শাহরুখের 'পাঠান'

তারা জানান, বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তির বিষয়ে এসব সংগঠনের দ্বিমত নেই। আলোচনায় সিদ্ধান্তের মধ্যে আছে প্রতিবছর ১০টি হিন্দি সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলবে।

বাংলাদেশে বলিউড বাদশা শাহরুখ খানের 'পাঠান' মুক্তিতে কোনো বাধা নেই। 

গত ২৫ জানুয়ারি 'পাঠান' ভারতে মুক্তি পেয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান।

এ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান।

Comments

The Daily Star  | English

Iran's Khamenei rejects Trump's call for unconditional surrender

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

18h ago