‘দর্শক আমার পরিশ্রম পর্দায় দেখবেন’

আফরান নিশো। স্টার ফাইল ফটো

'সুড়ঙ্গ' সিনেমা দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন আফরান নিশো। সিনেমাতে তার বিপরীতে দেখা যাবে তমা মির্জা।

কয়েকদিনের মধ্যে রায়হান রাফী পরিচালিত সিনেমাটির দ্বিতীয় স্লটের শুটিং শুরু হবে।

আফরান নিশো বলেন, 'অবশ্যই অন্যরকম অনুভূতি কাজ করছে। এটি আমার প্রথম সিনেমা। সুনামগঞ্জে প্রায় ১০দিন শুটিং করেছি। সবার থাকা-খাওয়ার খুব কষ্ট ছিল। সবার অনেক পরিশ্রম হলেও ভিজ্যুয়ালি বা পারফরমেন্সে দর্শক উপভোগ্য, রুচিশীল, মার্জিত কিছু দেখতে পাবেন।

'সব সময় চেষ্টা করি পরিচালকের সঙ্গে সাবলীলভাবে করে কাজ করতে। এজন্য আমরা অনেক আলোচনা করে জেনে-বুঝে কাজটা করেছি। যে পরিশ্রম করছি তার দর্শক আমাদের কাজে দেখতে পাবেন,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Shut down Awami League offices in India: Dhaka to Delhi

Foreign ministry says attention of Bangladesh govt has been drawn to reported establishment of AL offices in Delhi, Kolkata

33m ago