মাহফুজ-বুবলির অংশগ্রহণে ‘আমি কথা বলতে চাই’

‘আমি কথা বলতে চাই’ এর সেটে শবনম বুবলি, মাহফুজ আহমেদ, আনজাম মাসুদ, পান্থ শাহরিয়ার ও চয়নিকা চৌধুরী। ছবি: সংগৃহীত

তারকাদের অংশগ্রহণে নির্মিত একটি ভিন্নধর্মী অনুষ্ঠান 'আমি কথা বলতে চাই' এ অংশ নিয়েছেন অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলি।

এ ছাড়াও এই অনুষ্ঠানে থাকছেন চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী ও নাট্যকার পান্থ শাহরিয়ার। অনুষ্ঠানটির উপস্থাপনা, নির্দেশনা ও পরিকল্পনায় রয়েছেন আনজাম মাসুদ।

আজ রোববার রাত সাড়ে ১০টায় এটিএন বাংলার প্রচারিত হবে অনুষ্ঠানটি।

এই অনুষ্ঠানের পঞ্চম পর্বে অংশ নিয়ে তারকারা তাদের অনেক অজানা কথা বলার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক, তথ্যভিত্তিক ও প্রাসঙ্গিক বিষয়ের ওপর রচিত নাট্যাংশে উঠে আসা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।

অনুষ্ঠানের বিভিন্ন অংশের বিষয়বস্তু ও প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারা কখনো আবেগপ্রবণ হয়েছেন, কখনোবা নস্টালজিক হয়ে পড়েছেন।

ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্র 'প্রহেলিকা'র কথাও প্রাসঙ্গিকভাবেই উঠে এসেছে।

লিটন খন্দকারের রচনায় অনুষ্ঠানের ৪টি নাটিকায় অভিনয় করেছেন শফিক খাঁন দিলু, বিনয় ভদ্র, শাহীন খাঁন, আশরাফ কবির, লিটন খন্দকার, বি এম আজাদ, ফাহমিদা শারমীন ফাহমি ও নূর এ কাঞ্চন।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহেদ দৌলা খাঁন তুহিন এবং এর নির্বাহী প্রযোজক তাশিক আহম্মেদ।

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago