গা ছমছমে ৫ গল্পের ওয়েব সিরিজ ‘প্রচলিত’ মুক্তি পাচ্ছে আজ

আজ বৃহস্পতিবার চরকিতে আসছে ‘প্রচলিত’-সিরিজের প্রথম পর্ব 'রিংটোন'। ছবি: সংগৃহীত

ফোন বন্ধ থাকলেও কেন কল আসছে? কে কল দিচ্ছে? কী চাচ্ছে? এমন অনেক প্রশ্নের উত্তর নিয়ে আজ বৃহস্পতিবার চরকিতে আসছে 'প্রচলিত'-সিরিজের প্রথম পর্ব 'রিংটোন'। 

২৫ মিনিটের এই পর্বে দেখা যাবে মোস্তফা মন্ওয়ার ও অশোক বেপারীকে। 

মোস্তফা মন্ওয়ার বলেন, 'চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল। এক রাতের গল্প। একটা অপকর্মের পর থেকে ওই চরিত্রটি এক ধরনের ট্রমার মধ্যে দিয়ে যায়। এটা ফুটিয়ে তোলার জন্য পরীক্ষা-নিরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়েছে আমাকেও।'

পরিচালক আবিদ মল্লিক বলেন, 'কাজের প্রয়োজনেই দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়। 'প্রচলিত' সিরিজের গল্পগুলোর ভাবনা এইভাবেই হাঁটতে, চলতে, কখনো মানুষের মুখে, কখনো পড়ে, কিছু শৈশব থেকে ভাবনায় গেঁথে গেছে। সেই ভাবনাগুলোকেই সমসাময়িকতার চাদরে জড়িয়ে চেষ্টা করেছি এই সময়কে প্রতিফলিত করার।'

আজ থেকে প্রতি বৃহস্পতিবার একে একে মুক্তি পাবে চরকি অরিজিনাল সিরিজ 'প্রচলিত'। এই সিরিজটি পরিচালনা করেছেন মো. আবিদ মল্লিক। সিরিজটিতে মোট ৫টি পর্ব রয়েছে। আজ থেকে মুক্তি পাবে একটি করে নতুন পর্ব। রিংটোন (২৫ মিনিট), বিলাই (২৩ মিনিট), বেওয়ারিশ (২৬ মিনিট), কলিংবেল (২৯ মিনিট) ও হাতবদল (১৮ মিনিট) 

পুরো সিরিজটিতে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার, ইয়াশ রোহান, সাদিয়া আয়মান, আব্দুল্লাহ আল সেন্টু, বায়োজিদ হক জোয়ার্দার, রফিউল কাদের রুবেল, মাহমুদ আলম, তনয় বিশ্বাস, ফারিন খান, রাফায়েতুল্লাহ সোহান, শাহানা রহমান সুমি, খালিদ হাসান রুমি, আশরাফুল আশীষসহ অনেকেই।

Comments

The Daily Star  | English

After Jamaat, NCP urges chief adviser to act against Jatiya Party

JP helped Awami League 'legalise last three illegal elections', it says

9m ago