বঙ্গবন্ধুর পুত্রবধূ সুলতানা কামালের চরিত্রে রিয়া

সুলতানা কামাল চরিত্রে অভিনয় করছেন রিয়া ঘোষ। ছবি: সংগৃহীত

সত্তরের দশকে যেখানে বিশ্ববিদ্যালয়গামী নারীর সংখ্যাই হাতেগোনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলতানা কামাল তখন রীতিমতো তারকা খেলোয়াড়। বিশেষ করে লং জাম্প ও হার্ডলসে তিনি ছিলেন প্রথম সারির একজন, জিতেছেন অসংখ্য মেডেল।

বঙ্গবন্ধুর পুত্রবধূ সুলতানা কামালের চরিত্রে পর্দায় দেখা যাবে কলকাতার তরুণ অভিনয়শিল্পী রিয়া ঘোষকে। 'অ্যাথলেট সুলতানা কামাল' নামে বঙ্গবন্ধুর পুত্রবধূ সুলতানা কামালের জীবন নিয়ে তৈরি হচ্ছে ডকুফিকশন ঘরানার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সরকারি অনুদানে এ চলচ্চিত্র পরিচালনা করছেন রিয়াজুল হক ইমরান।

কিন্তু এই কলকাতা-ঢাকার এই যোগাযোগ গড়ে উঠল কী করে? রিয়া ঘোষ বলেন, '২০২২ সালে আমি ঢাকায় পড়তে আসি। ছোটবেলা থেকে আঁকাআকির অভ্যাস ছিল, বড় হয়ে ইচ্ছা ছিল আর্ট কলেজে পড়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে স্নাতকোত্তর করার সুযোগ পেয়ে তাই আর দেরি করিনি।'

'একদিন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের রুমে পরিচয় ঘটে ছবিটির প্রজেক্ট ম্যানেজার সুরাইয়া রহমানের সাথে। তিনি জানান, আমার চেহারার সাথে সুলতানা কামালের বেশ মিল, বিশেষ করে ঠোঁট, চোখ, নাকের অংশে,' বলেন তিনি।

তবে এর আগে কখনো অভিনয় করেননি রিয়া।

'ছোটবেলা থেকে থিয়েটার করতাম। অভিনয়ের প্রতি একটা আগ্রহ ছিল সবসময়। তাই অভিনয়ের প্রস্তাবে সানন্দেই রাজি হলাম,' বলেন তিনি।

রিয়া বলেন, 'প্রথমে প্রায় ১০ দিনের মতো আমার ট্রেনিং হয়। একজন অভিজ্ঞ স্পোর্টস ট্রেনার ট্রেনিং করান। এরপর শুরু হয় শুটিং। আমি খুবই থ্যাংকফুল আমার পরিচালক ও প্রযোজকদের কাছে যে তারা আমার ওপর আস্থা রেখেছেন, বিশ্বাস করেছেন আমি কাজটা করতে পারব।'

বর্তমানে ছবিটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। প্রথম কাজ এমনিতেই স্মৃতিবহ, তাও আবার নিজ দেশে নয়—একথা বলতেই রিয়া জানালেন, 'আমি বাংলাদেশকে আলাদা দেশ ভাবি না। আমার দেশের অংশই মনে করি। আমি খুবই কৃতজ্ঞ যে বাংলাদেশের মানুষজন এত আপন করে নিয়েছে আমায়।'

গ্রন্থনা: আসিফ করিম চৌধুরী

Comments

The Daily Star  | English

Job seekers block Shahbagh, 'clash' with cops

Under the banner of "PSC Reform Movement," the protesters also staged a sit-in at the intersection, bringing traffic to a standstill around 6:00pm

2h ago