‘এশা মার্ডার’ সিনেমায় পুলিশ কর্মকর্তা চরিত্রে বাঁধন

সানী সানোয়ার পরিচালিত ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আজমেরি হক বাঁধন। ছবি: সংগৃহীত

চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের রহস্য ভেদ করার গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা 'এশা মার্ডার: কর্মফল'। সানী সানোয়ার পরিচালিত এ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আজমেরি হক বাঁধন।

আগামী ডিসেম্বর থেকে 'এশা মার্ডার: কর্মফল' সিনেমার শুটিং শুরু হবে। সিনেমাটি  আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে। সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন বাঁধন।

এ প্রসঙ্গে আজমেরী হক বাঁধন বলেন, 'সিনেমার নাম পড়েই বোঝা যাচ্ছে এটি একটি খুনের গল্প। তবে এর পরতে পরতে রয়েছে রহস্য। গল্প নিয়ে এর বেশি কিছু বলব না। ছবিটির জন্য নিজেকে প্রস্তুত করছি, যাতে নিজের বেস্টটা দিতে পারি। শুটিং শেষ করে, মুক্তির আগে বাকি সব অনুভূতি শেয়ার করব।'

ছবিটির লেখক ও পরিচালক সানী সানোয়ার বলেন, 'অ্যাকশন থেকে বের হয়ে এবার খুন রহস্যে ঢুকে গেলাম। ২০০৯ সালে ঘটে যাওয়া এই কেইসের তদন্তে আমি নিজে যুক্ত ছিলাম। সেটা নিয়ে সিনেমা বানানোর স্বপ্ন দেখেছিলাম 'ঢাকা অ্যাটাক' মুক্তির পর পরই। সেই ২০১৮ সাল থেকে লিখতে লিখতে, ২০২৩ সালে শুটিং শুরু করতে যাচ্ছি।'

আজমেরী হক বাঁধন ছাড়াও অভিনয় করেছেন পূজা এগনেজ ক্রুজ, মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, রওনক রিপন, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, সৈয়দ এজাজ আহমেদ, মাজনুন মিজান, কাজী আনিসুল হক বরুন, সুষমা সরকার, দীপু ঈমামসহ অনেকেই।

Comments

The Daily Star  | English
political reform in Bangladesh

Pathways to a new political order

The prospects for change are not without hope in Bangladesh.

10h ago