পাকিস্তানের ২৪ সিনেমা হলে বাংলাদেশের ‘মোনা: জ্বীন-২’

ঈদে মুক্তি পাওয়া বাংলাদেশের সিনেমা ‘মোনা: জ্বীন-২’ এখন চলছে পাকিস্তানে। সেখানকার ২৪টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। 
‘মোনা: জ্বীন-২’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

ঈদে মুক্তি পাওয়া বাংলাদেশের সিনেমা 'মোনা: জ্বীন-২' এখন চলছে পাকিস্তানে। সেখানকার ২৪টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। 

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া দ্য ডেইলি স্টারকে এ বিষয়টি নিশ্চিত করেছে। 

'মোনা: জ্বীন-২' সিনেমায় অভিনয় করেছেন সুপ্রভাত। আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা জামান ও সেহজাদ ওমরসহ অনেকেই। 

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, পাকিস্তানের পর ইউরোপ, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে সিনেমাটি মুক্তি পাবে। এ ছাড়া, আগামী ঈদুল আজহায় 'এম আর নাইন' সিনেমাটিও পাকিস্তানে মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে জাজের।

Comments

The Daily Star  | English

10, 638 candidates pass 46th BCS preliminary test

A total of 10, 638 candidates passed the preliminary test of 46th Bangladesh Civil Service (BCS) examinations

1h ago