‘মেকআপ’ সিনেমা দ্বিতীয়বার নিষিদ্ধ হলো

ছবি: সংগৃহীত

তিন বছর আগে নির্মিত 'মেকআপ' সিনেমাটি নিয়ে আবারও বিপত্তিতে পড়লেন পরিচালক অনন্য মামুন। 

সিনেমাটিকে আবারও প্রদর্শনী অযোগ্য বলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

এতে বলা হয়, সিনেমাটির প্রযোজক আজমাত রহমান বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন ২০২৩ এর ১২(১) উপধারা লঙ্ঘন করে আপিল আবেদন করায় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আপিল কমিটি কর্তৃক এটি নাকচ করা হয়েছে। 

এর ফলে এখন থেকে 'মেকআপ' সিনেমাটি সার্টিফিকেটবিহীন চলচ্চিত্র হওয়ায় সারাদেশে এর প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করাসহ দোষীদের বিরুদ্ধে গ্রহণ করা হবে আইননানুগ ব্যবস্থাও। 

এর আগে সিনেমাটিতে চলচ্চিত্র অঙ্গনের মানুষদের বাজেভাবে উপস্থাপন করার অভিযোগের কারণে ২০২১ সালে সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণা করে সেন্সর বোর্ড।

'মেকআপ' সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, জিয়াউল রোশান ও নিপা আহমেদ রিয়েলিসহ অনেকেই।

Comments

The Daily Star  | English

No justifiable reason to delay nat'l polls beyond Dec: Salahuddin

We have been able to make it clear that there is not even a single mentionable reason to hold the election after December, says the BNP leader

4h ago