প্রকাশ্যে এলো ‘নয়া মানুষ’ সিনেমার ট্রেলার

আগামী সপ্তাহে দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বানভাসি মানুষের গল্পে নির্মিত সিনেমা 'নয়া মানুষ'।

চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির বিভিন্ন দিক নিয়ে আ. মা. ম. হাসানুজ্জামানের 'বেদনার বালু চরে' গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি।

পরিচালক সোহেল রানা বয়াতি বলেন, 'নানা চড়াই-উৎড়াই পেরিয়ে অবশেষে আমার প্রথম সিনেমাটি আলোর মুখ দেখতে যাচ্ছে। আগামী ৬ ডিসেম্বর সারা দেশে মুক্তি পাবে। প্রথম সিনেমা নিয়ে অনেক স্বপ্ন থাকলেও প্রতিটি মুহূর্তে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল।'

'এই সিনেমা মানুষের মনে দাগ কাটবে। অনেকেই নয়া মানুষ হতে চাইবে,' প্রত্যাশা সোহেলের।

'নয়া মানুষ' সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, রওনক হাসান, মৌসুমী হামিদ, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী ঊষশী।

দেশের অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে নান্দনিক ফিল্মসের প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।

রওনক হাসান, 'এই কাজটা অসম্ভব কষ্ট করে করা। আমাদের সব কথা নয়া মানুষের মাধ্যমে বলা হয়েছে। যার জন্য সিনেমাটি দেখতে হবে। মানুষের চোখকেও সিনেমাটা আরাম দেবে। মৌসুমী হামিদ চরের মানুষের সঙ্গে একেবারে মিশে গেছে।'

মৌসুমী হামিদ বলেন, 'এই সিনেমাটি আমাকে শক্তি জোগায়। নয়া মানুষের জার্নি আমার জীবনে কাজে লেগেছে। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। আমরা নয়া মানুষ নিয়ে অনেক বেশ আশাবাদী।'

Comments

The Daily Star  | English

Metro rail service resumes after 1.5 hours

The setback caused enormous suffering to commuters during the rush hour

1h ago