মেহজাবীনকে ভালোবাসার আলিঙ্গন জয়া আহসানের

মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা 'প্রিয় মালতী' গতকাল দেখতে এসেছিলেন অভিনেত্রী জয়া আহসান। রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় সিনেমাটির বিশেষ প্রদর্শনী। সিনেমা দেখে মেহজাবীনকে ভালোবাসার আলিঙ্গনে সিক্ত করেছেন তিনি।

সিনেমাটির বিশেষ প্রদর্শনী আরও উপস্থিত ছিলেন আফসানা মিমি, নুসরাত ইমরোজ তিশা, বিজরী বরকতুল্লাহ, রুনা খান, নাবিলা, তমা মীর্জা, ইন্তেখাব দিনার, সোহেল মন্ডল, নির্মাতা রায়হান রাফি, আহমেদ শাওকীসহ অনেকেই।

সিনেমা শেষে জয়া আহসান বলেন, 'অনেককেই বলতে শুনলাম, মেহজাবীন সিনেমায় আরও আগে কেন আসেনি। আমার মনে হয়, এত পরিপক্ব একটা কাজ করবে বলেই হয়তো এত দেরি।'

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, 'মেহজাবীনকে অনেক অনেক শুভেচ্ছা। সঙ্গে এর নির্মাতা ও পুরো টিমকে আমি ধন্যবাদ দিতে চাই, এত সুন্দর একটা সিনেমা উপহার দেবার জন্য।'

মেহজাবীন বলেন, 'যেটা আশা করেছিলাম, সেরকম সাড়া পাচ্ছি। সিনেমাটি সবার ভালো লাগছে এটাই আমাদের প্রত্যাশা ছিল। প্রতিক্রিয়াগুলো আমাদের উৎসাহ দিচ্ছে, আমাদের চেষ্টা সার্থক মনে হচ্ছে।'

২০ ডিসেম্বর মুক্তি পায় মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা 'প্রিয় মালতী'। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় 'প্রিয় মালতী' সিনেমার মালতী চরিত্রটি সংগ্রামের। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় চরিত্রটিকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন পরিচালক।

'প্রিয় মালতী' সিনেমায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভি রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরীসহ অনেকে।

Comments

The Daily Star  | English

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

5h ago