মজার মজার সংলাপে ‘উৎসব’ সিনেমার টিজার

ছবি: সংগৃহীত

ঈদের 'উৎসব' সিনেমার টিজারে পাওয়া গেল জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী ও জাহিদ হাসানের মজার মজার সংলাপ।

'উৎসব' সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, ইন্তেখাব দিনার, আফসানা মিমি, জাহিদ হাসান, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান।

চঞ্চল চৌধুরী সংলাপে বলেন, 'আজকাল টিভি খুললেই চারদিকে শুধু চঞ্চল চৌধুরীকে দেখা যায়। সব জায়গায় এই লোকটা কমন। জয়া আহসানের কণ্ঠে শোনা যায়, 'ওর কোনো গলা আছে? ও ডায়লগ ডেলিভারি দিতে পারে?'

ছবি: সংগৃহীত

আর অপি করিম বলেন, 'কয়েক বছর অভিনয় করে নাই দেখে মানুষ কি চেহারা ভুলে গেল নাকি?'

টিজারের একদম শেষে চঞ্চল চৌধুরী অভিনীত চরিত্রের কণ্ঠে শোনা যায়, 'কী আশ্চর্য! লোকটা রেগে গেল কেন?'

সৌম্য জ্যোতি এবং সাদিয়া আয়মানের সুন্দর কিছু মুহূর্ত দেখা গেছে টিজারে।

নির্মাতা তানিম নূর বলেন, 'ঈদে আমরা সবাই মিলে যেন আনন্দ করতে পারি, সে জন্যই সিনেমাটি নির্মাণ করা। আর ঈদের আনন্দ তো শুধু নিজের জন্য নয়, এই আনন্দ ছড়িয়ে দেওয়ার বিষয়। আমাদের সিনেমাতে তেমন বার্তাই রয়েছে।'

এর আগে শুধু জানানো হয়েছিল 'উৎসব' সিনেমায় কারা অভিনয় করছেন।

টিজারে চরিত্রগুলোর লুক এবং তাদের কিছু দৃশ্য দর্শকদের সামনে হাজির করা হলো। সিনেমার গানসহ আরও কিছু প্রকাশ পাবে শিগগির।

'উৎসব' সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশন্স, সহপ্রযোজনায় আছে চরকি। সিনেমার সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে লাফিং এলিফ্যান্ট।

Comments

The Daily Star  | English

Israeli military says it attacked 6 airports in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

1d ago