কিছুটা শক্তি হারিয়েছে সিত্রাং: আইএমডি

বাংলাদেশ ও ভারতের স্থলভাগে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড় সিত্রাং কিছুটা শক্তি হারিয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) এটিকে আর 'প্রবল ঘূর্ণিঝড়' বলছে না।
ছবি: আইএমডি

বাংলাদেশ ও ভারতের স্থলভাগে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড় সিত্রাং কিছুটা শক্তি হারিয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) এটিকে আর 'প্রবল ঘূর্ণিঝড়' বলছে না।

সোমবার রাতে আইএমডির সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২৮ কিলোমিটার বেগে স্থলভাগে আছড়ে পড়ে এবং তখন এটি বরিশাল থেকে ২৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

এর আগে ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১১০ কিলোমিটার হতে পারে বলা হলেও, আইএমডি এখন বলছে এটি সর্বোচ্চ ১০০ কিলোমিটার হতে পারে।

বাংলাদেশের তিনকোণা দ্বীপ ও সন্দ্বীপের মধ্যে স্থলভাগের আঘাতের পর ঘূর্ণিঝড়টি ক্রমশ দুর্বল হয়ে গভীর নিম্নচাপ, নিম্নচাপ এবং নিম্নচাপে পরিণত হবে বলে আইএমডি জানিয়েছে।

এর আগে পূর্বাভাসে ঘূর্ণিঝড়ের কারণে ২দশমিক ৫ মিটার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানানো হয়েছিল। তবে আবহাওয়া বিভাগের সর্বশেষ পূর্বাভাসে বলা হচ্ছে যে জলোচ্ছ্বাস সর্বোচ্চ ২ মিটার উচ্চতায় উঠতে পারে এবং এরপর জলোচ্ছ্বাসের উচ্চতা ক্রমশ কমতে থাকবে।

Comments