কুড়িগ্রামে বিপৎসীমার ওপরে দুধকুমার নদের পানি
বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দুধকুমার নদের পানি বেড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপরে চলে যায়।
এর পর থেকে নদের পানি বৃদ্ধি অব্যাহত আছে। নদের পানি বিপৎসীমা অতিক্রম করায় ধসে যাওয়ার হুমকিতে আছে ১ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও প্রায় ৫০০ মিটার রাস্তা। বৃহস্পতিবার রাতে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী ইসমত তোহা।
দুধকুমার ছাড়াও ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে বলে জানান তিনি।
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান রনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুধকুমারের পানি বিপৎসীমা পেরিয়ে যাওয়ায় লোকজন আতঙ্কে আছেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর দিয়ে নদীর পানি ঢুকছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।'
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, দুধকুমার নদ ব্রহ্মপুত্রে গিয়ে মিশেছে। এ কারণে দ্রুত ব্রহ্মপুত্রের পানি বাড়ছে। বিভিন্ন স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নজরদারিতে রাখা হয়েছে।
Comments