জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানে ৯০ মিনিটে ২১ ভূমিকম্প
ছবি: এএফপি

 

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, মাত্র ৯০ মিনিটের মধ্যে জাপানের মধ্যাঞ্চলে ৪ দশমিক ০ মাত্রা এবং তারচেয়ে বেশি মাত্রার ২১টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আজ সোমবার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬।

বার্তা সংস্থা এএফপি জানায়, ভূমিকম্পের জাপানের আবহাওয়া সংস্থা ইশিকাওয়া, নিগাতা এবং তোয়ামা অঞ্চলের পশ্চিম উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে।

কর্তৃপক্ষ ওই এলাকার লোকজনকে উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

ইশিকাওয়া প্রদেশের নোটোতে ৫ মিটার উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হোকুরিকু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, তাদের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে কোনো অনিয়ম আছে কিনা তা খতিয়ে দেখা যাচ্ছে।

Comments