ঘূর্ণিঝড় রিমাল

আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে বৃদ্ধের মৃত্যু

স্টার অনলাইন গ্রাফিক্স

সাতক্ষীরার শ্যামনগরে বাড়ি থেকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে পড়ে যেয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম শওকাত মোড়ল (৬৫)। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের মৃত নরীম মোড়ের ছেলে।

শওকাতের পুত্রবধূ আছমা খাতুন জানান, রোববার সন্ধ্যার দিকে তার শ্বশুর-শাশুড়ি মিলে নাপিতখালী আশ্রয়কেন্দ্রে যাচ্ছিলেন। বাড়ি থেকে ৫০০ গজ দূরে পথে তিনি পা পিছলে সড়কের ওপর পড়ে গেলে তার মৃত্যু হয়।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাসুদুল আলম জানান, শওকাত মোড়ল অসুস্থ ছিলেন। ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ি থেকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় পড়ে তার মৃত্যু হয়।

Comments

The Daily Star  | English

DU student reportedly identified as arsonist behind Charukola motif fire

Students of the Arabic department claim he is a student of the department and an activist of BCL

29m ago